Nadia: সিপিএমের প্রতীক নিয়ে 'রেড ভলান্টিয়ার্স'দের স্কুল স্যানিটাইজেশন, শুরু রাজনৈতিক তরজা
Nadia News Update: স্কুল স্যানিটাইজেশন করছেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা। ছাত্র-ছাত্রীদের স্বার্থে করা এমন কাজ নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে তীব্র কটাক্ষ।
সুজিত মণ্ডল, নদিয়া: স্কুল স্যানিটাইজ করছে 'রেড ভলান্টিয়ার্স'। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশিত হতেই শুরু হয়েছে বিতর্ক। কেন স্কুলের কাজে 'রেড ভলান্টিয়ার্স'কে সিপিএমের প্রতীক ব্যবহার করতে দেওয়া হল? রানাঘাটের প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠের ঘটনায় উঠছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই শোকজ করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, নিঃস্বার্থভাবেই এই কাজ করেছে 'রেড ভলান্টিয়ার্স'।
স্কুলে স্যানিটাইজেশন করছেন ‘রেড ভলান্টিয়ার্স’-এর সদস্যরা। ছাত্র-ছাত্রীদের স্বার্থে করা এমন কাজ নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। সোশাল মিডিয়ায় স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে উড়ে এসেছে তীব্র কটাক্ষ। নদিয়ার রানাঘাটের প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ। শুক্রবার ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NAS-এ, পড়ুয়াদের মান বিচারে এই স্কুলেও পরীক্ষা হয়। তার আগে ১০ নভেম্বর, স্কুলের ছাত্র ও ছাত্রী, দু’টি বিভাগই স্যানিটাইজ করে রেড ভলান্টিয়ার্স। কাজের ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করেন সংগঠনের সদস্যরা।
এই ছবিতেই বাধে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই স্কুলের ভূমিকা নিয়ে সরব হন এক ব্যক্তি। স্যানিটাইজেশনের সময় কেন রেড ভলান্টিয়ার্সকে সিপিএমের প্রতীক ব্যবহার করতে দেওয়া হল, ফেসবুকে সেই প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তি। সমালোচনা শুরু হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্কুল কর্তৃপক্ষ।
প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিন্দিতা গোস্বামী বলেন, 'স্থানীয় কিছু যুবক নিজেদের রেড ভলান্টিয়ার্স পরিচয় দিয়ে স্কুলে আসে এবং বিনা অর্থে স্কুল স্যানিটাইজ করবে বলে জানায়। এর সঙ্গে আর্থিক কোনও যোগাযোগ নেই।'
প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর বয়েজের পরিচালন সমিতির সভাপতি দীপক বসু বলেন, 'ওই রেড ভলান্টিয়ারদের মধ্যে অনেকেই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। তাছাড়া ওরা যখন স্কুলে এসে স্যানিটাইজেশনের কথা বলে, তখন শিক্ষকরা ওদের বাধা দেননি।' তিনি আরও জানান, এই বিষয় নিয়ে ওরা যে ফেসবুকে পোস্ট করবে বা রাজনীতি করবে তা তিনি বোঝেননি। তাঁর মন্তব্য, 'এটা নিয়ে যে রাজনীতি করেছে সেটা ঠিক নয়।'
অন্যদিকে রেড ভলান্টিয়ার্সদেরও বক্তব্য, নিঃস্বার্থভাবেই তাঁরা স্কুলে স্যানিটাইজেশনের কাজ করেছে। রেড ভলান্টিয়ার্সের পায়রাডাঙা শাখার আহ্বায়ক গৌতম ভট্টাচার্যের কথায়, 'মহামারীর সময় আমরাই রাজনৈতিক রং না দেখে বিজেপি ও তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।'
জেলার মাধ্যমিক বিভাগের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, বিষয়টি নজরে আসতেই ওই দুই স্কুলকে শোকজ করা হয়েছে। স্কুলে একটি প্রতিনিধিদলও পাঠানো হয়েছিল। বিভাগীয় তদন্তের পর তার রিপোর্ট জেলা বিদ্যালaয় পরিদর্শকের কাছে পাঠানো হবে।