News Live : পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। দেশজুড়ে লাগু জিএসটি। শুরু বিজেপির সপ্তাহব্যাপী সাশ্রয় উৎসব। জিএসটি কমায় দেশজুড়ে উৎসাহ। বার্তা প্রধানমন্ত্রীর।খিদিরপুর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদম স্টেশনের কাছে নাবালিকাকে অপহরণের অভিযোগ। কসবা থেকে গ্রেফতার অধ্যাপিকা ও তাঁর মেয়ে-সহ ৩। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত সন্দেহভাজনরা।চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচ, ফের শহরে চলল গুলি।
Abhishek On GST: কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের
'বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন? পরিবর্তে বাংলাকে কত টাকা দিয়েছেন? হিসেব করে বলুন', কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'সবকিছুতে জিএসটি করে অর্থনীতির ১২ টা বাজিয়ে দিয়েছেন', বলেন তিনি।
SC On Primary Tet: এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।আগামী ২ বছরের মধ্যেই টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে, নির্দেশ সুপ্রিম কোর্টের।






















