News Live : একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ SSC-র, 'চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: এসআইআর ফর্ম বিলির সময় আক্রান্ত বিরোধী বিএলএ-রা। বারুইপুরে আক্রান্ত বিজেপির বিএলএ। কোচবিহারে বিজেপির বিএলএকে মারধর, পরানো হল জুতোর মালা। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে পাত্রসায়রে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দত্তাবাদ অপহরণ-খুন কাণ্ডে বিতর্কে বিডিও।মুখ্যমন্ত্রীর SIR-হুঙ্কার।দুয়ারে নয়, রাস্তায় BLO! SIR আতঙ্কে আত্মঘাতী?
SSC Result: রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসির
রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসির। 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। এদিকে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। কোনও মেধাতালিকা নয়, শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানাল এসএসসি। ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত কত ? কমিশনের সাইট লগ-ইন করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর, জানাল এসএসসি।
150 years of Vande Mataram: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ নিয়েও 'সংঘাত'! কেন্দ্রের পাল্টা জবাব তৃণমূলের
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বঙ্কিম-স্মরণে বিজেপি। দেশ জুড়ে পালিত হল 'বন্দে মাতরম' গানের সার্ধশতবর্ষ। তার মধ্যেই জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করলেন কর্ণাটকের বিজেপি সাংসদ। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেস এবং তৃণমূল।






















