News Live : নবম-দশমের ইন্টারভিউয়ে কাদের ডাক? আজ তালিকা প্রকাশ SSC-র
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: ২০১৬-র SSC-র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের। বয়স পেরিয়ে যাওয়ায় ডাক না পাওয়া প্রার্থীদের নিতে হবে ইন্টারভিউ। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ন্যাজাটকাণ্ডের ৪৮ ঘণ্টা পরও অধরা ট্রাকচালক। কোথায় আলিম মোল্লা? সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গতিবিধি বোঝার চেষ্টা পুলিশের। ‘SIR-এ উপকৃত হবে দেশ, কেন থাকবে মৃত ও অনুপ্রবেশকারীদের নাম?’ এবিপি আনন্দে বিস্ফোরক তৃণমূল বিধায়ক, স্বাগত জানালেন বহুতলের বুথকেও।নবম-দশমের ইন্টারভিউয়ে কাদের ডাক? আজ তালিকা প্রকাশ SSC-র। রাজ্যজুড়ে শীতের আমেজ। ফের ১৫-র নীচে নামল শহরের তাপমাত্রা।
Humayun Kabir: প্রস্তাবিত 'বাবরি' মসজিদের জায়গায় নমাজপাঠ হুমায়ুন কবীরের
প্রস্তাবিত 'বাবরি' মসজিদের জায়গায় নমাজপাঠ হুমায়ুন কবীরের, শুক্রবার জুম্মার নমাজ উপলক্ষ্যে রেজিনগরে প্রচুর মানুষের জমায়েত, একসঙ্গে নমাজ পাঠ করেন হুমায়ুন কবীর-সহ প্রচুর মানুষ, প্রচুর জমায়েত হওয়ায় ২ দলে ভাগ হয়ে ২ বার নমাজ, অত্যুৎসাহী অনেকেই খিচুড়ি বিলি করেন মসজিদের জায়গায়
SIR : SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ?
SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ? ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন।






















