TMCP Mega Rally Live: কে কেমন ছিলেন, তা নিয়ে একটা বইও লিখব, TMCP সমাবেশ মঞ্চে সরব মমতা
TMCP Kolkata Mega Rally Live Updates: আজ TMCP-র প্রতিষ্ঠা দিবস। আজই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা। হুঁশিয়ারির মুখেও সিদ্ধান্তে অনড় উপাচার্য।
LIVE

Background
কলকাতা : আজ TMCP-র প্রতিষ্ঠা দিবস। আজই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা। হুঁশিয়ারির মুখেও সিদ্ধান্তে অনড় উপাচার্য। ভোটার লিস্টে অনিয়ম, কড়া CEO দফতর। সংঘাতের মধ্যেই ERO-AEROদের শূন্যপদ পূরণের নির্দেশ রাজ্যের। অভয়ার মাকে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা।নিউটাউনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ-খুন। দোষী সাব্যস্ত টোটো চালককে আমৃত্যু-কারাবাসের নির্দেশ বারাসাত পকসো আদালতের। জীবনকৃষ্ণের তৃণমূল কাউন্সিলর পিসিকে CGO-তে তলব।
Nandigram News: নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা
নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা, বিজেপি শাসিত ভেকুটিয়া পঞ্চায়েতের তিনটি বুথে তুলকালাম, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শিবিরে উত্তেজনা
Mamata Banerjee: কে কেমন ছিলেন, তা নিয়ে একটা বইও লিখব : মমতা
মমতা বলেন, 'শুধু বাম-বিজেপির সঙ্গে আমাদের লড়তে হয় না। আরও অনেক শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হয়। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। কে কেমন ছিলেন, তা নিয়ে একটা বইও লিখব'






















