News Live: যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: উত্তরবঙ্গ জুড়ে ভূমিকম্প অনুভূত। কাঁপল কলকাতাও। কম্পন অনুভূত নেপাল, ভূটানে। উৎসস্থল অসমের ঢেকিয়াজুলি। কম্পনের মাত্রা ৫ দশমিক ৯। যাদবপুর কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেল পুলিশ।ময়নাতদন্তকারী চিকিৎসককে নিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখল পুলিশ। মালদায় আর জি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক। পুলিশের জালে মালদা মেডিক্যালের পডুয়া উজ্জ্বল সোরেন। জোর করে কিছু খাইয়ে খুনের অভিয়োগ পরিবারের।তপসিয়ায় পুজোর চাঁদার জুলুমকাণ্ডে গ্রেফতার দুই। নতুন ট্রেনকে শুভেচ্ছা জানাবে কে?মুর্শিদাবাদ স্টেশনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নির্বিঘ্নে শেষ এসএসসির পরীক্ষা। নভেম্বর থেকে শুরু ইন্টারভিউ।
Malda News: ফের মালদায় শ্যুটআউট
ফের মালদায় শ্যুটআউট, তৃণমূল নেতা খুনের সাক্ষীকেই খুনের চেষ্টা ? তৃণমূল নেতা খুনে সাক্ষী তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, মালদায় ইংরেজবাজারে অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুরে শ্যুটআউট
WB News: কলকাতায় এলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী
'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এ যোগ দিতে রবিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' বা CCC শুরু হচ্ছে। সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।






















