News Live: অভয়ার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা
News Live Updates : দেখুন রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা : নির্দেশ মানল না রাজ্য। সংঘাত চরমে। গতকাল কমিশনকে জবাবের পর এবার মুখ্যসচিবকে তলব। কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব, বিকেলেই যাচ্ছেন কমিশনে। খবর সূত্রের। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে SIR হোক। SIR নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতা থাকলে এখনই ভেঙে দিক। পাল্টা কটাক্ষ বিজেপির। SIR বিতর্কে আজও উত্তাল দিল্লি। দিল্লিতে যুব কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। দেড়মাসে খুন তৃণমূলের ১০ জন নেতা-কর্মী। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। প্রাক্তন তৃণমূল নেতার সংস্থার উপদেষ্টা বোর্ডে বিজেপি নেতা! দেড়মাসে খুন তৃণমূলের ১০ জন নেতা-কর্মী। কাদের মদতে থানার নাকের ডগায় নকল থানা চালাতেন বিভাস অধিকারী?
WB News: নলহাটি ছাড়াও সিউড়িতে বিভাস অধিকারীর অঢেল সম্পত্তি!
নলহাটি ছাড়াও সিউড়িতে বিভাস অধিকারীর অঢেল সম্পত্তি! সিউড়ির হরিপুরে বিভাস অধিকারীর একাধিক গেস্ট হাউস। ৪০০ বিঘা জমিতে বিভাস অধিকারীর আশ্রম, গেস্ট হাউস । ভয় দেখিয়ে জমি কম দামে কিনে অবাধে কারবারের অভিযোগ!
Malda News: গাজোলের বিজেপি-কংগ্রেস পরিচালিত আলাল গ্রাম পঞ্চায়েতে তুলকালাম
মালদার পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। গাজোলের বিজেপি-কংগ্রেস পরিচালিত আলাল গ্রাম পঞ্চায়েতে তুলকালাম। গেট ভেঙে পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব, ইটবৃষ্টি। টেন্ডার দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূলের ডেপুটেশন । পুলিশের সামনেই পঞ্চায়েত অফিসে তাণ্ডবের অভিযোগ ।






















