News Live Updates: 'নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড' BLO নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন
News Live: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
এসআইআরে বাদ যাবে না কোনও বৈধ ভোটার। ভয়-বিভ্রান্তিরও কিছু নেই। ফের জানিয়ে দিল কমিশন। কেউ সব নথি দিতে না পারলেও খতিয়ে দেখার আশ্বাস।
বাংলায় SIR শুরু হতেই NRC আতঙ্কে আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়? দায়ী এনআরসি, সুইসাইড নোটের উল্লেখ করে পোস্ট মুখ্যমন্ত্রীর।
এনআরসির ভয়ে আত্মহত্যার অভিযোগে বেলাগাম আক্রমণে অভিষেক, আজ যাচ্ছেন আগরপাড়া। এফআইআরের দাবি।
ওপারে ফেরত পাঠানোর আতঙ্কে আগরপাড়ায় আত্মহত্যার অভিযোগে আসরে তৃণমূল। হিন্দু শরণার্থীদের ভয় দেখানোর তৃণমূলের চক্রান্ত, তদন্ত চায় বিজেপি।
কীভাবে জানছেন কেউ বাংলাদেশি, কোন অধিকারে বলছেন? এসআইআর শুরু হতেই সর্বদলীয় বৈঠকে প্রশ্নের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিক। তীব্র বাদানুবাদ।
একজন বৈধ ভোটারেরও নাম বাদে গেলে দেখাব পিকচার। এসআইআর নিয়ে সুর চড়ালেন অভিষেক। বিজেপিকে পঞ্চাশে নামানোর চ্যালেঞ্জ।
অনুপ্রবেশকারী-রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার কথা বললে কেন বাদ সীমান্তের রাজ্য? প্রশ্ন অভিষেকের। ডায়মন্ড হারবারে কত রোহিঙ্গা? পাল্টা সুকান্ত।
সৌগতর পর এবার এসআইআরের পক্ষে সওয়াল অনুব্রতর।
বিহারের সঙ্গে বাংলারও ভোটার প্রশান্ত কিশোর! ২ রাজ্যের লিস্টে নাম নিয়ে তোলপাড়। নোটিস দিল কমিশন।
বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের স্ত্রীর জোড়া ভোটার কার্ড? বুথের নাম দিয়ে কমিশনের পদক্ষেপের চান শুভেন্দু। বিয়ের আগের তথ্য, পাল্টা দাবি বিধায়কের।
কাঞ্চনের পর শত্রুঘ্ন সিনহা। আসানসোলের তৃণমূল সাংসদের নামে কুলটিতে নিখোঁজ পোস্টার। নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের। খারিজ গেরুয়া শিবিরের।
ব্যারাকপুরে রাশি রাশি পাকিস্তানির বাস! এসআইআর শুরু হতেই ফের বিস্ফোরক অর্জুন। কাবুলিওয়ালাদের রিকভারি এজেন্ট তো ওই, পাল্টা সোমনাথ।
অনুপ্রবেশকারীদের কাছে দেশকে বিক্রি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আক্রমণে গিরিরাজ। কোর্টের ধাক্কায় বেসামাল, পাল্টা কুণাল।
ফের অশান্ত কোচবিহার। দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। মন্ত্রী-পুত্র অভিযুক্ত।
লোকসভা ভোটে পিছিয়ে থাকা এলাকায় রদবদল। ভেঙে দেওয়া হল ধূপগুড়ি-কৃষ্ণনগরের পুর প্রশাসক বোর্ড। কাউন্সিলরদের সরিয়ে দায়িত্বে SDO।
বিজেপি-তৃণমূলকে হারাতে বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার ডাক অধীর-সেলিমের।
পুর নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি। বেলেঘাটায় এক ব্যবসায়ীর দুই ঠিকানায় অভিযান। আরও চার জায়গায় তল্লাশি।
মারমুখী সিবিআই, তেড়ে গেলেন অভিযুক্তের আইনজীবীও! আলিপুর কোর্টে বেলাগাম গন্ডগোলের জেরে মাঝপথেই স্থগিত এসএসসি মামলার সাক্ষ্যগ্রহণ।
আরও বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম পে কমিশনে সম্মতি। সুপারিশে ১৮ মাস সময়।
ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত। শিলিগুড়ির হাসপাতাল থেকে ছাড়া পেলেও অসুস্থ বিজেপি সাংসদ। আরও চিকিৎসার জন্য গেলেন দিল্লি এইমস।
পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে জেল খেটে বাইরে বেরিয়েই ফের স্বমহিমায়! হায়াতের পাবে শ্লীলতাহানিতে অভিযুক্ত নাসির খান। পাল্টা অভিযোগও দায়ের।
রামপুরহাটে ছাত্রীকে ধর্ষণ-খুনে ধৃত শিক্ষকের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন। যুক্ত একাধিক ধারা। ২৬ সেপ্টেম্বর চার্জশিট, সব রিপোর্টও এল পুলিশের হাতে।
খুন করে পার্ক স্ট্রিটের হোটেলেরই বক্স খাটের মধ্যে দেহ! এখনও ২ সঙ্গী অধরা। কারণ নিয়েও ধোঁয়াশা। তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে।
অন্ধপ্রদেশে সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোন্থা। প্রভাব ওড়িশা-বাংলাতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া।
কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়া, জেলায় জেলায় বৃষ্টি। চন্দননগর-তমলুকে ভাঙল পুজোর প্যান্ডাল।
ফের বিতর্ক এয়ার ইন্ডিয়া। এবার দিল্লি বিমানবন্দরের টার্মিনালেই বাসে আগুন। যাত্রী পরিষেবার জন্য অন্য সংস্থা বাস, বিতর্কে দাবি এয়ার ইন্ডিয়ার।
ফের শহরে অগ্নিকাণ্ড। রাসবিহারীতে তিনতলা বাড়িতে আগুন। সিলিন্ডার ফেটে আগুন, ছড়াল পাশের বাড়িতেও। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার বৃদ্ধা।
দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল ইউজিসি। সবচেয়ে বেশি দিল্লিতে। তালিকায় পশ্চিমবঙ্গের অল্টারনেটিভ মেডিসিনের ২টি বিশ্ববিদ্যালয়।
News Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৬ স্থায়ী উপাচার্যে সিলমোহর, কলকাতা, যাদবপুর-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৬ স্থায়ী উপাচার্যে সিলমোহর। কলকাতা, যাদবপুর-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশিস ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আবু তালেব খান। ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ৬জনকে আচার্যের নিয়োগপত্র।
News Live: খড়গপুরে BLO-র পদে তৃণমূল নেতা! চক মকরামপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিকে সরানোর দাবি বিজেপির
খড়গপুরে BLO-র পদে তৃণমূল নেতা! চক মকরামপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিকে সরানোর দাবি বিজেপির। তৃণমূল অঞ্চল সভাপতি অসিত কুমার দে ৮৭ নং বুথের BLO। নির্বাচন কমিশনে তৃণমূল নেতার ছবি পাঠিয়ে সরানোর দাবি বিজেপির। তৃণমূল নেতা জানা সত্ত্বেও তাঁকে BLO করা হয়েছে অভিযোগ বিজেপির। নিয়ম বহির্ভূত হলে আমাকে বাদ দিতে পারে দাবি তৃণমূল নেতার। নেই কাজ খই ভাজ, কাজ নেই, কর্ম নেই, পাল্টা দাবি বিধায়ক অজিত মাইতির। অভিযোগ পাওয়ার পর ডিপার্টমেন্টেকে জানিয়েছি, দাবি বিডিও।






















