Newtown News: মত্ত অবস্থায় মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই
Kolkata News: থানার মধ্যেই মত্ত অবস্থায় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ী উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমারকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।

কলকাতা: থানার ভিতরে বেনজির কাণ্ড। মত্ত অবস্থায় মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিউটাউন থানার (Newtown News) পুলিশ। ধৃতদের জামিনের আর্জি খারিজ করে, বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ: থানার মধ্যেই মত্ত অবস্থায় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ী উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমারকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃত দুই ব্যবসায়ী আদতে বিহারের বাসিন্দা। নিউটাউনে তাঁরা ভাড়া থাকেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বন্ধুদের সঙ্গে হোলি খেলে বড়বাজার থেকে ফিরছিলেন দু'জন। রাত সাড়ে ১১টা নাগাদ নিউটাউনের বলাকা আবাসনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়ি। গাড়ির গতি এতটাই বেশি ছিল, ধাক্কা মারার পর সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে যায়। সময়মতো এয়ারব্যাগ খুলে যাওয়ায়, গাড়িতে থাকা দুই যাত্রীরই কিছু হয়নি।
পুলিশ সূত্রে দাবি, উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমার, দু'জনেই মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর দু'জনকেই নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মত্ত অবস্থায় থাকা দুই ব্যবসায়ী থানার মধ্যেই এক মহিলা SI-এর শ্লীলতাহানি করেন। তাঁর উর্দি ধরে টানা হয় বলেও অভিযোগ। আইনজীবী ভোলানাথ রাহা বলেন, "উজ্জ্বল কুমার আর কানহাইয়া কুমার, দু'জনকেই প্রোডিউস করা হয়েছে আজ কানেকনশন উইথ কেস নম্বর নিউটাউন কেস নম্বর ৬০ ডেটেড ১৪.০৩.২৫।nমিস বিহেভ করা হয়েছে। শ্লীলতাহানি করেছে।'' দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মালিক উজ্জ্বল কুমার। মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো, থানায় কর্তব্যরত মহিলা SI-এর শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের অফিসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন অঞ্চল সভাপতি। ধর্ষণের অভিযোগে কোনও ব্যবস্থা না নিলেও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুব তৃণমূল নেতাকে। অঞ্চল সভাপতিকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।
আরও পড়ুন: Weather Update: মার্চেই জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হাওয়া বদল কবে? জানাল আবহাওয়া দফতর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
