Weather Update: মার্চেই জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হাওয়া বদল কবে? জানাল আবহাওয়া দফতর
Weather Update: ফাগুনের আগুনেই কার্যত গলদঘর্ম পরিস্থিতি গোটা বাংলায়। তীব্র দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: খাতায় কলমে ফাল্গুন মাস হলেও, আবহাওয়া জানান দিচ্ছে অন্যরকম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ ডিগ্রিতে পৌঁছোতে পারে তাপমাত্রা। কিন্তু পরের সপ্তাহ থেকেই ফের স্বস্তির বৃষ্টির সম্ভাবনার কথাও বাদ দিচ্ছেন না আবহাওয়া দফতরের আধিকারিকেরা।
ক্যালেন্ডার বলছে, বসন্ত জাগ্রত দ্বারে। কিন্তু, বাস্তবে ফাগুনের আগুনেই কার্যত গলদঘর্ম পরিস্থিতি গোটা বাংলায়। তীব্র দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী ২-৩ দিন, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলায়, তাপপ্রবাহের পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিন এই জেলাগুলিতেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সেইসঙ্গে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামীদিনে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আদ্রতা। যদিও, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মার্চেই জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হাওয়া বদল কবে? জানাল আবহাওয়া দফতর। তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে ২০ তারিখ বা তারপর থেকে। পরবর্তী কয়েকদিন বেশ খানিকটা কমবে তাপমাত্রা। ২০-২১ এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।''
হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আজ রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আজ রবিবার বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন: Belgharia Shoot Out: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদব গ্রেফতার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
