Newtown shop evacuation: দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন ! মার-পাল্টা মার, জ্বলল আগুন
'অবৈধ দোকান' উচ্ছেদে গিয়ে আক্রান্ত হন সরকারি কর্মীরা। অভিযোগ বেধড়ক মার খান হিডকো এবং NKDA-র কর্মীরা।
রঞ্জিত সাউ, জয়ন্ত পাল, সৌমিত্র রায়, কলকাতা : ‘অবৈধ’ দোকান উচ্ছেদ নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউন অঞ্চল ( Newtown Area ) । নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ।
'অবৈধ দোকান' উচ্ছেদে গিয়ে আক্রান্ত হন সরকারি কর্মীরা। অভিযোগ বেধড়ক মার খান হিডকো এবং NKDA-র কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়া মুহূর্তে। দোকানদাররা ক্ষিপ্ত হয়ে দোকানের সামনেই আগুন ধরিয়ে দেয়। বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী।
মার ও পাল্টা মারের অভিযোগ
প্রথমে দোকানদারদের বিরুদ্ধে হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ ওঠে। ‘হিডকো’র তরফে বলা হয়, দোকান উচ্ছেদ করতে গেলে দোকানদারদের প্রতিরোধের মুখে পড়েন তাঁরা। ওঠে পাল্টা অভিযোগও। মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন দোকানদাররা। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের আগাম না-জানিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
রাস্তায় আগুন
দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। রাস্তায়, দোকানের সামনেই আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবুও এলাকা থমথমে।
আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y