Newtown Shop Fire : 'পরপর দোকানের সিলিন্ডার ফেটে আগুন', লেলিহান শিখায় ঢাকল নিউটাউনের আকাশ
Newtown Shops Fire : দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ফেটে আগুন লাগে, দাবি স্থানীয়দের।
রঞ্জিত সাউ, কলকাতা : নিউ টাউন থানা অন্তর্গত মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড । এর জেরে খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে । দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ফেটে আগুন লাগে, দাবি স্থানীয়দের।
View this post on Instagram
আজকের শিরোনাম
১। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপির। রেলের মঞ্চে উঠলেনই না ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
২। বিজেপির ঝাণ্ডা হাতে জয় শ্রীরাম স্লোগান। চুপ করার অনুরোধ রেলমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। স্লোগান না থামায় মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা অশ্বিনী বৈষ্ণবের।
৩। রাজ্যপালের অনুরোধ সত্বেও হাওড়া স্টেশনে মঞ্চের নিচে বসেই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানস্থল ছাড়ার সময়েও ফের জয় শ্রীরাম স্লোগান।
৪। মুখ্যমন্ত্রীর সঙ্গে অসভ্যতা, রামকে অপমান বিজেপির। আক্রমণ ফিরহাদের। স্লোগান নয় আবেগ, পাল্টা লকেট।
স্লোগান-সংঘাত
৫। ভিক্টোরিয়ার পর হাওড়া স্টেশনেও জয় শ্রীরাম স্লোগান। নাটক করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর। ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। পাল্টা তৃণমূল।
৬। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পের বেশিরভাগ চূড়ান্ত তাঁর রেলমন্ত্রীর থাকাকালীন। দাবি মমতার। কেউ আসে পাথর লাগাতে, আমরা আসি ট্রেন চালাতে, পাল্টা রেলমন্ত্রী।
৭। জোকা তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মমতার মুখে শোভন চট্টোপাধ্যায়ের নাম। আপ্লুত প্রাক্তন মেয়র।