Test Kit Crisis: বেড, আইসিইউয়ের জন্য হাহাকারের মধ্যেই সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সঙ্কট
Adeno Test Kit বেড, আইসিইউয়ের জন্য হাহাকারের মধ্যেই সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সঙ্কট
কলকাতা: আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো (Adino Phobia), ২ মাসে ৪৫জন শিশুর মৃত্যু 9Child Death)। বেড, আইসিইউয়ের জন্য হাহাকারের মধ্যেই সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সঙ্কট (Test Kit)। নেই টেস্ট কিট, ১ সপ্তাহ ধরে ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো পরীক্ষা বন্ধ। অ্যাডিনো পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে (NICED)। 'টেস্ট কিট সরবরাহের জন্য সংস্থাকে জানানো হলেও, এখনও মেলেনি' টেন্ডার প্রক্রিয়া চালু করার দাবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষের।
অ্যাডিনো আতঙ্কের মাঝে টেস্ট কিটের ঘাটতি মনে করিয়ে দিল রাজ্যে প্রথমবারের কোভিডের ঢেউয়ের কথা। এমনই এক মার্চ মাসে ভয়াবহ অভিজ্ঞতার সামিল হয়েছিল রাজ্য-সহ গোটা দেশ। যদিও সেসময় টেস্ট কিট নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য ও কেন্দ্রের মধ্যের সংঘাত প্রকাশ্য়ে এসেছিল। সেসময় গেরুয়া শিবিরে ছিলেন বাবুল সুপ্রিয়। তার পোস্ট করা টুইট ভিডিও তুলেছিল বিতর্কের ঝড়। তবে সেসব এখন অতীত। বদল হয়েছে এখন ঘর। যদিও বদলাল না প্রেক্ষাপট। কোভিডের পাশাপাশি এখনও নতুন করে ঝড় তুলেছে অ্যাডিনো আতঙ্ক। এবার কথা হচ্ছে করোনার মতো মেডিক্যাল কলেজের ল্যাবেও অ্যাডিনো টেস্ট করা যায় কিনা? এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কারণ ভাইরাসের রকমফের হলেও টেস্ট নিয়ে ভোগান্তির ইস্যুতে তেইশেও সেই পুরনো ছায়াই এসে পড়ল ফের কলকাতায়।
আরও পড়ুন, বাড়িতে অ্যাডমিট কার্ড ! মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য সিভিক ভলেন্টিয়ারের
পাশাপাশি আরও বলা হয়েছে, শিশু বিভাগের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে লাগাতে হবে। শিশুদের জনবহুল এলাকায় না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাস্ক ব্যবহার করতে। হাসপাতালগুলিকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ৫টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, যাদের থেকে পরামর্শ নিতে হবে।বেসরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।