Fake Voter-Aadhar Card: ভারতীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার-আধার কার্ড! এলাকায় 'সন্ত্রাস' বাংলাদেশি বেল্লালের!
স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর আগে বাংলাদেশ থেকে এসে এখানেই ঘাঁটি গেড়েছেন বেল্লাল গাজি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভারতের নাগরিককে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় বাড়িও বানিয়ে ফেলেন ওই বাংলাদেশি।
স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর আগে বাংলাদেশ থেকে এসে এখানেই ঘাঁটি গেড়েছেন বেল্লাল গাজি। এলাকারই আমজেত গাজিকে বাবা বানিয়ে তৈরি করে ফেলেছেন ভোটার কার্ড, আধার কার্ড।
এলাকাবাসীর অভিযোগ, বাংলাদেশ থেকে এসে এখানে রীতিমতো দাপিয়ে বেড়ান বেল্লাল গাজি। স্থানীয়রা তাঁর দাপটে তটস্থ। বাংলাদেশি বেল্লাল গাজির সন্ধান মেলেনি। নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে তাঁর স্ত্রী দাবি করেছেন, এখনও তাঁর ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি হয়নি।
এদিকে, একদিকে যখন তৃণমূল ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরব হয়েছে, তখন পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জেলা থেকে একের পর এক বাংলাদেশিও গ্রেফতার হয়েছে। এই আবহেই বারবার প্রশ্ন উঠছে। অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে দূর করতেই কি 'বিশেষ সংশোধন' অত্যন্ত প্রয়োজন?
ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগ তুলেছিল বিজেপি। সেই সঙ্গে অন্যান্য এলাকা নিয়েও সরব তারা। এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে শুভেনদু অধিকারী অভিযোগ করেছিলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস। সুকান্ত মজুমদারও একটি গবেষণার প্রসঙ্গ টেনে, অনুপ্রবেশকারী নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
এগিয়ে আসছে বিধানসভা ভোট। ডিসেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তার আগে দিল্লি থেকে ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই! কোথাও আবার খোদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়িতেই ভূতুড়ে ভোটারের হদিশ মিলেছে! ভোটমুখী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এমনই বিবিধ অভিযোগ সামনে আসছে। যা নিয়ে বাড়ছে তরজা।






















