North 24 Parganas: ওড়িশায় পথ দুর্ঘটনা, কাজে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন রাজ্যের ৭ যুবক
7 From West Bengal Died In Road Accident: ভিন রাজ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় রাজ্যের ৭ যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভিন রাজ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় রাজ্যের (road accident) ৭ যুবকের মৃত্যুর (death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকায়। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odissa) কটকে। মৃত সাত যুবকই মাটিয়ার নেহালপুর সর্দারপাড়ার বাসিন্দা। আজ ভোররাতে মাটিয়া থানার পক্ষ থেকে তাঁদের পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে সাত পরিবার।
কী ঘটেছিল?
মৃতদের নাম সুরজ মণ্ডল(৪৩), আমির আলী সর্দার(২৬) করিম সর্দার (২৬), আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২), মোয়াজ্জেম সর্দার(৩১) এবং আমজেদ আলী সর্দার(২৫) বলে জানিয়েছে পুলিশ। পরিবার সূত্রে খবর, মাটিয়া থানা থেকে ঢিল ছড়া দূরত্বে একটি পোল্ট্রি মুরগির কোম্পানির হয়ে গাড়িতে করে মুরগি নিয়ে ভিন রাজ্যে নিয়ে যেতেন ওই সাত জন। ওড়িশার জাজপুর জেলার কাছে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁরা বাজার করছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক এসে ওই গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছজনের মৃত্যু হয়। আহত সপ্তম যুবককে উদ্ধার করে ওড়শিরা কটক মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করন। মৃতদের পরিবারে এই খবর পৌঁছতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান বসিরহাট দু'নম্বর ব্লকের সভাপতি মিহির ঘোষ, আইএনটিটিইউসির সভাপতি মাহমুদ হাসান স্থানীয় পঞ্চায়েত সদস্য আলেয়া বিবি-সহ এলাকার নেতৃত্বরা। ইতিমধ্যে দেহ আনার জন্য মৃতদের পরিবারের লোকজন ওড়িশার দিকে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা এ রাজ্যেও একেবারে বিরল নয়। তার জেরে প্রায়ই নানা মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে।
রাজ্যেও দুর্ঘটনা...
দিনপাঁচেক আগেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস দুর্ঘটনার খবর হইচই ফেলে দিয়েছিল। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। ৬০-৬৫ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারে, বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাম্পারটি আটক হলেও, চালক পলাতক। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেও একটি বড়সড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হন ২৫ জন। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি ধাক্কা হয় লরির। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে যায় বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। গতমাসে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয় আলিপুরদুয়ারের মাদারিহাট।
আরও পড়ুন:কেন দীর্ঘদিন সারছেই না কাশি ? অ্যাডিনোভাইরাস ডেকে আনছে ফুসফুসের ভয়ঙ্কর রোগ