North 24 Paraganas: বিধানসভা ভোটের পর ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটির
North 24 Paraganas News: ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তারপরই কদম্বগাছির ১৯ জন বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে দফায় দফায় ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) কদম্বগাছিতে (Kadambagachhi), বিধানসভা ভোটের (Assembly Election) পর থেকে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের (BJP Workers) সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথা শুনল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) নিযুক্ত কমিটি। কমিটির সদস্যরা অভিযোগকারী বিজেপি কর্মী সমর্থকদের বাড়িও ঘুরে দেখেন। তা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল আর বিজেপি।
ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের পরিদর্শনে কমিটি
কলকাতা হাইকোর্টের নির্দেশে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর-পটাশপুর এলাকায়, বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া থাকা বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার থেকে। আর শনিবারই উত্তর ২৪ পরগণার কদম্বগাছি গ্রামপঞ্চায়েত এলাকায় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ঘুরে দেখল কলকাতা হাইকোর্ট নিয়োজিত একটি প্রতিনিধি দল। বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথাও বলেন তাঁরা।
বিজেপি সমর্থক রূপা দাসের কথায়, 'বাড়ি ভাঙচুর করা হয়েছে। লুঠপাট করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে হামলা করা হয়েছে। বিজেপিকে ভোট দেওয়ায় মারধর করেছে। ঘরের মাটিই কেটে নিয়েছে, বাড়ি ফিরে পাব কী করে? কমিশন বলল চেষ্টা করে দেখছি।'
২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তারপরই কদম্বগাছি গ্রামপঞ্চায়েত এলাকার স্টেশন চত্বরে ১৯ জন বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে।
যদিও তৃণমূলের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্ব সূত্রে খবর, কদম্বগাছিতে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল দলের রাজ্য নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, তার প্রেক্ষিতে একটি কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় আদালত।
বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের কথায়, 'প্রিয়ঙ্কা টিবরেওয়াল আদালতে আবেদন করেছিলেন মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্তের জন্য। সেই মতো আজ পরিদর্শন। আজ বাড়ি ছাড়া পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তারা যাতে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।'
কদম্বগাছির যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সর্দার মেহবুব হাসান বলেন, 'ভোট পরবর্তী কোনও হিংসা ঘটেনি কদম্বগাছি অঞ্চলে। বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। হিউম্যান রাইটস কমিশনের লোকজন এসেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখুক। যারা দোষী তাদের শাস্তি হবে।'
বিষয়টি নিয়ে পরিদর্শনকারী প্রতিনিধি দলের সদস্যরা কোনও মন্তব্য করতে চাননি।