North 24 Parganas News: মতুয়া ধর্ম মেলা উপলক্ষ্যে ভক্ত সমাগম, ট্যুইটে শুভেচ্ছাবার্তা মোদি-মমতার
দূর-দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। পুণ্যলাভের উদ্দেশ্যে সকালে কামনা সাগরে স্নান করেন মতুয়ারা। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা উপলক্ষ্যে ভক্ত সমাগম হয়েছে। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের উদ্দেশে ট্যুইটারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথিতে শুরু হল মতুয়া ধর্ম মেলা।
দূর-দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। পুণ্যলাভের উদ্দেশ্যে সকালে কামনা সাগরে স্নান করেন মতুয়ারা। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ট্যুইটে হরিচাঁদ ঠাকুরের উদ্দেশে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী লেখেন, এই বিশেষ দিনে আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই। বৈষম্য দূরীকরণ এবং সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছিলেন এবং মানুষের মধ্যে শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছিলেন। আমরা তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।
I bow to Sri Sri Harichand Thakur Ji on his Jayanti. His role in removing inequality and furthering harmony remain unparalleled. He emphasised on social justice and worked to further education among people. We will keep working to fulfil his ideals.
— Narendra Modi (@narendramodi) March 19, 2023
পাশাপাশি, মুখ্যমন্ত্রী লিখেছেন, জন্মবার্ষিকীতে, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই। প্রান্তিকদের শিক্ষিত ও উন্নীত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করে তিনি আমাদের সবার জন্য নজির স্থাপন করেছেন। আসুন আমরা একটি সমমাত্রিক সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা বিভাজনমূলক ধারণা থেকে মুক্ত। কিছুদিন আগে, মালদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়, মতুয়াদের ধর্মগুরুর নাম উচ্চারণে ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তা স্বীকারও করেন তিনি।
Today, on his birth anniversary, I pay homage to the great Sri Sri Harichand Thakur.
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2023
Dedicating his life to educating and uplifting the marginalised, he set a precedent for all of us.
Let us take a pledge to work towards an egalitarian society that's free of divisive ideas.
সেই ঘটনাকে হাতিয়ার করে এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গাইঘাটা ও মহা সঙ্ঘাধিপতি ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলছেন, কুমিরের কান্না। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ধর্ম গুরুদের নিয়ে যে কটুক্তি করেছে তার জন্য মতুয়া ভক্তদের কাছে ক্ষমা না চাইলে মতুয়া ভক্তরা এই কুমিরের কান্নায় ভুলবে না। বিবার, মতুয়া মেলায় আসেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। দিন মেলায় এসে গানও ধরেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। দিন ধরে চলবে এই মেলা।