Dumdum: পুজোর ব্যানারে কাউন্সিলরের নাম ঘিরে ধুন্ধুমার! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এম সি গার্ডেন রোডের জনকল্যাণ সমিতি। এই ক্লাবের মহিলারা দুর্গা পুজো করেন। সেই উপলক্ষে ব্যানারে স্থানীয় কাউন্সিলরের নাম দেওয়া হয়।
![Dumdum: পুজোর ব্যানারে কাউন্সিলরের নাম ঘিরে ধুন্ধুমার! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ Dumdum Chaos around the name of the councilor in the banner of Puja! Allegations of assault against followers of former Trinamool councillor Dumdum: পুজোর ব্যানারে কাউন্সিলরের নাম ঘিরে ধুন্ধুমার! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/19/20ea5467d39d6fb4662838bbb8b93f191663561817222176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হিন্দোল দে ও জয়ন্ত পাল, কলকাতা: কাউন্সিলরের নাম কেন ক্লাবের পুজোর ব্যানারে? এই ইস্যুতে গন্ডগোল দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে ক্লাবে হামলা চালানোর অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
সামান্য ব্যানার টাঙানোকে ঘিরে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলর বনাম প্রাক্তন কাউন্সিলর। কেন কাউন্সিলরের নাম দিয়ে ব্যানার টাঙানো হয়েছে, এই অভিযোগে একটি ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে পাড়ায় উত্তেজনা। ক্লাবের মহিলা সদস্যদের অবস্থান বিক্ষোভ। এলাকায় পুলিশ মোতায়েন।
দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এম সি গার্ডেন রোডের জনকল্যাণ সমিতি। এই ক্লাবের মহিলারা দুর্গা পুজো করেন। সেই উপলক্ষে ব্যানারে স্থানীয় কাউন্সিলরের নাম দেওয়া হয়। এবারও তাই দিয়েছিলেন উদ্যোক্তারা। তা নিয়ে গন্ডগোল।
অভিযোগ, ব্যানারে কেন কাউন্সিলরের নাম দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে রবিবার প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা ক্লাবে হামলা চালায়। ক্লাবের ভিতর থেকে চেয়ার, টেবিল, পুজোর বাসনপত্র ছুড়ে ফেলা হয় বাইরে। ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ। ক্লাবের দরজায় তালা দিয়ে হামলাকারীরা চলে যায়।
জনকল্যাণ সমিতির সদস্যের কথায়, বলছে কীভাবে হামলা হয়েছে, বলছে, প্রবীর পালের লোকেরা গন্ডগোল করেছে। আমরা আতঙ্কে আছি। খবর পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কাউন্সিলর সুকান্ত সেনশর্মা। ফের উত্তপ্ত হয় পরিস্থিতি।
দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত সেনশর্মার কথায়, প্রবীর পালের অনুগামীরা হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পাল। ক্লাবের চাবি আদায় করতে মহিলারা অবস্থানে বসেন। পরে পুলিশের আশ্বাসে অবস্থান ওঠে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।
নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনা: উল্লেখ্য, গতকাল মালদার চাঁচলের নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনা। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ। সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। এরপরই কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সমিতির নির্বাচন ঘিরে তুলকালাম: বহিরাগতদের আনার অভিযোগে নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন ঘিরে তুলকালাম। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা, দফায় দফায় উত্তেজনা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬টি আসনে লড়াই করছে বিজেপি ও তৃণমূল। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)