North 24 Parganas: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরাধ্য দেবতার নাম বিকৃতভাবে উচ্চারণের অভিযোগ, বিক্ষোভ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যদের
Matua Community Members Agitation:এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরাধ্য দেবতার নাম বিকৃতভাবে উচ্চারণের অভিযোগে প্রতিবাদ জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে আরাধ্য দেবতার নাম বিকৃতভাবে উচ্চারণের অভিযোগে প্রতিবাদ জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা (All India Matua Mahasangha)। সোমবার বামনগাছি চৌমাথা ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ (National Highway) করে প্রতিবাদ জানালেন তাঁরা।
কী অভিযোগ?
অভিযোগ, মালদার গাজলের সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন। তারই প্রতিবাদে সোমবার বামনগাছির চৌমাথা ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। প্রসঙ্গত, এই নিয়ে গত কয়েক দিন ধরেই তুমুল বিতর্ক চলছে। দিনদুয়েক আগে বদ্বীপে মতুয়া মেলা থেকে মুখ্যমন্ত্রীকে একপ্রস্ত আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'গুরুচাঁদ ঠাকুরকে যিনি অপমান করেছেন, তাঁকে গণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করব। নাগরিকত্বের দাবিতে মতুয়ারা পথে নেমেছে, সবাইকে নামতে হবে। বাংলাদেশে গিয়ে প্রণাম জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী '।
কী ঘটেছিল?
এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, ১৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযান হবে। ধর্মগুরুর নামের ভুল উচ্চারণের প্রতিবাদে, আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্তর্জাতিক মতুয়া পরিষদ। একই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারীও। যদিও মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছে, দাবি করেন কুণাল ঘোষ। মুখ্য়মন্ত্রীর মতুয়া-ধর্মগুরুর নামের ভুল উচ্চারণের প্রতিবাদে, পথে নেমেছে মতুয়া সম্প্রদায়ের একাংশ। এবার এনিয়ে একেবারে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিল তারা। পাল্টা মতুয়াদের একাংশকে নিয়ে রাজনীতির চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল। গত বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়, মতুয়াদের ধর্মগুরুর নাম উচ্চারণে ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তা স্বীকারও করেন তিনি। কিন্তু, এই ইস্য়ুকে হাতছাড়া করতে নারাজ বিজেপি। এই ইস্য়ুতে বিতর্কের জল আরও কতদূর গড়ায়, সেটাই দেখার।
কী বলেছিলেন মমতা: ভোট এলেই মতুয়ারা বিজেপির বন্ধু হয়ে যায়। ক্য়া ক্য়া করে চিৎকার শুরু হয়ে যায়। সরাসরি বিজেপি নিশানা করলেন তৃণমূল নেত্রী। জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবির।মুখ্যমন্ত্রীর মতুয়া ধর্মগুরুদের ভুল নাম বলা নিয়ে অব্যাহত বিতর্ক। আজ উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিক্ষোভ দেখাল মতুয়াদের একাংশ। তৃণমূল ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তবে বিষয়টি নিয়ে চলছে চাপানউতোর। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। বিষয়টি নিয়ে পথে নামবেন বলে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।