Duttapukur : চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের, এখনও অধরা মূল অভিযুক্ত ; পথে নামার হুঁশিয়ারি বিজেপির
Slap Controversy : গতকাল দত্তপুকুরে দিদির দূত কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা ও পরে সপাটে চড় কষান তৃণমূল কর্মী শিবম রায়
![Duttapukur : চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের, এখনও অধরা মূল অভিযুক্ত ; পথে নামার হুঁশিয়ারি বিজেপির North 24 Paragana : Case filed at Duttapukur ps over slap case during Didir Surakshakabach Duttapukur : চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের, এখনও অধরা মূল অভিযুক্ত ; পথে নামার হুঁশিয়ারি বিজেপির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/15/6f73a0d8b7032ee5eae093c1a65468641673761427264170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দত্তপুকুর : 'দিদির দূত' (Didir Doot) কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা ও চড়কাণ্ডে দত্তপুকুর (Duttapukur) থানায় অভিযোগ দায়ের হল। যদিও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায় এখনও অধরা। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, মারধর, ৩৪১, বাধাদান এবং ৫০৬, হুমকি-সহ একাধিক জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছে দত্তপুকুর থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার না হলে আজ ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গতকাল দত্তপুকুরে দিদির দূত কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা ও পরে সপাটে চড় কষান তৃণমূল কর্মী শিবম রায়।
ঘটনা কী ?
কর্মসূচির নাম দিদির সুরক্ষা কবচ। উদ্দেশ্য় মানুষের অভিযোগ শোনা। কিন্তু, সেই কর্মসূচিতেই খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে সুরাহার বদলে জুটল তৃণমূলকর্মীর হাতের সপাটে চড় ! খাদ্যমন্ত্রীর সামনে চড় খেতে হয় বিজেপির এক মণ্ডল সভাপতিকে।
শনিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, সাইবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। খারাপ রাস্তা নিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে যান সাগর বিশ্বাস নামে এক বিজেপি নেতা ! প্রথমে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেন কয়েকজন ! এরপরই এই তৃণমূল কর্মী তাঁকে সপাটে চড় মারেন !
অভিযোগকারী কিছু বলতে চাইলে, তাঁকে ঠেলতে ঠেলতে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়! পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় ড্য়ামেজ কন্ট্রোলের চেষ্টা ! বিজেপি নেতার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় এক তৃণমূলকর্মীকে। আক্রান্তের কাঁধ চাপড়ে, ড্য়ামেজ কন্ট্রোলের চেষ্টা করেন খাদ্যমন্ত্রীও। কিন্তু, এই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর-বারাসাত রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি।
বিতর্কের আবহে গোটা বিষয়টিকে ব্যক্তিগত গোলমাল বলে সাফাই দিয়েছেন খাদ্যমন্ত্রী ! রথীন ঘোষ বলেন, বাড়ি পাওয়ার ব্যাপার ছিল, এরা অনেকে অভিযোগ করছেন পাননি। ব্যাপার হচ্ছে, এদের ব্যক্তিগত গন্ডগোলে তো আমি মাথা গলাব না, তাঁর বা অন্য কিছু, সেটা তাঁদের নিজস্ব ব্যাপার।
জেলায় জেলায় ইতিমধ্য়েই বিভিন্ন ইস্য়ুতে ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। কিন্তু, অভিযোগ জানাতে গেলে চড় মারার ঘটনায়, এবার দানা বাঁধে নতুন বিতর্ক।
আরও পড়ুন ; 'তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব' বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)