(Source: ECI/ABP News/ABP Majha)
Amdanga : পঞ্চায়েত ভোটের মুখে পদত্যাগ আমডাঙার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের
TMC : পদত্যাগের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছে তৃণমূল।
সমীরণ পাল, আমডাঙা : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে পদত্যাগ করলেন আমডাঙার (Amdanga) তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান (TMC-Led Panchayat Pradhan)। দুর্নীতির দায় এড়াতেই পদত্যাগ করেছেন প্রধান, এই অভিযোগে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যদিও পদত্যাগের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছে তৃণমূল।
কেন পদত্যাগ ?
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই পদত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ! ব্যক্তিগত কারণ দেখিয়ে বিডিওকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তৃণমূল পরিচালিত চণ্ডীগড় পঞ্চায়েতের প্রধান অনিতা ঢালি।
রাজ্যজুড়ে আবাস যোজনায় (Awas Yojana) দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। শাসকদল পরিচালিত একাধিক পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে ঘুরে গেছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরাও। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে তরজা।
ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির বিজেপির সদস্য জয়দেব মান্না বলেন, অনিয়মের দায় অনিতার ঘাড়ে এসে পড়বে বুঝতে পেরেই তিনি আগেভাগে সরে গেলেন।
আমডাঙা এরিয়া কমিটির সিপিএমের সদস্য খবিরুদ্দিন জমাদার বলেন, পঞ্চায়েত ভোটের আগে প্রধানের সরে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনও চাপ আছে। দলের চাপেই তিনি পদত্যাগ করেছেন।
যদিও পঞ্চায়েত প্রধানের পদত্যাগের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলে দাবি করছে তৃণমূল। তবে দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় নেতৃত্ব যে অসন্তুষ্ট তা বুঝিয়ে দিয়েছেন বিধায়ক। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন,
ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন প্রধান। এর পেছনে রাজনৈতিক কোনও কারণ নেই। তবে দলের সঙ্গে তিনি কোনও রকম আলোচনা না করেই সরে গেছেন। এটা তিনি ঠিক করেননি।
পঞ্চায়েত প্রধান এনিয়ে মুখ না খুললেও, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। স্থানীয় সূত্রে খবর, জেলায় জেলায় একের পর এক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও, চণ্ডীগড় পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এখনও তেমন কোনও অভিযোগ সামনে আসেনি। তা সত্ত্বেও পঞ্চায়েত ভোটের মুখে কেন তিনি পদত্যাগ করলেন? সেনিয়ে চলছে জোর চর্চা।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে কমবেশি প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে গোছাতে শুরু করেছে। সংগঠন মজবুত করার কাজও চলছে জোরকদমে।
আরও পড়ুন ; খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার জগদ্দলের ৫ তৃণমূল কর্মী