North 24 Paragana : ভরদুপুরে মাঠে পড়ে থাকা ড্রাম থেকে ১০টি বোমা উদ্ধার, শোরগোল দেগঙ্গায়
Ten Bombs recovered from a field : পুলিশ ঘটনাস্থলে এসে এই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা গ্রামবাসী স্পষ্ট করে বলতে পারছে না...
সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা) : ভরদুপুরে মাঠে থাকা ড্রাম থেকে দশটি বোমা(Bombs) উদ্ধার ঘিরে শোরগোল পড়ল দেগঙ্গার(Deyganga) আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায়। স্থানীয়দের বক্তব্য, কোনও শিশু খেলতে খেলতে ওই প্লাস্টিকের ড্রামের কাছে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা নইম মণ্ডল জানান, এদিন দুপুরে তিনি মাঠে ধানের বীজতলা তৈরি করবেন বলে জমি দেখতে যাচ্ছিলেন। সেই সময় জমির পাশে একটি আমবাগানে খড়ের মধ্যে প্লাস্টিকের ড্রাম দেখতে পান। এর পর ড্রামটি খুলে তাঁর 'চক্ষু চড়কগাছ' হয়ে যায়। তিনি লক্ষ্য করেন, ড্রামের মধ্যে পরপর দশটি তাজা বোমা রয়েছে। তিনি সাথে সাথে ঘটনাস্থল থেকে ছুটে গ্রামের লোকজনকে খবর দেন। এরপর গ্রামের লোক ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি দেখে হতবাক হয়ে যান।
আরও পড়ুন ; সরকারি বাসে বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা
খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে(Deyganga Police Station)। পুলিশ ঘটনাস্থলে এসে এই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা গ্রামবাসী স্পষ্ট করে বলতে পারছে না। আর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
গ্রামবাসীর বক্তব্য, এলাকার অনেক শিশু মাঠে কাঠ কুড়াতে যায় এবং খেলা করে। তাদের চোখে এই প্লাস্টিকের ড্রামটা পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বোমাগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় এবং কে বা কারা এই বোমা রেখেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দেগঙ্গা থানার তদন্তকারী আধিকারিকরা।
এপ্রসঙ্গে উল্লেখ্য, দিনকয়েক আগে পূর্ব বর্ধমানের মেমারিতে (Memari) তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা উদ্ধার হয়। তৃণমূল নেতার বাড়ির কাছে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, অভিযোগ করে বিজেপি। বিজেপির চক্রান্ত, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।