North 24 Paraganas: বনগাঁ পুরসভায় মতুয়াদের টিকাকরণ নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, মতুয়া ভোট পেতে তৃণমূল-বিজেপি লড়াই শুরু হয়েছে। প্রচার শুরু হওয়ার আগেই রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বনগাঁ পুরসভার উদ্যোগে মতুয়াদের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, পুরভোটের আগে মতুয়াদের মন পেতেই এই উদ্যোগ নিয়েছে শাসকদল। রাজনীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, সরকারি গাইডলাইন মেনেই ভ্যাকসিনেশন। যদিও পুরসভার উদ্যোগে খুশি মতুয়ারা।
ভোট পেতে ভ্যাকসিন?পুরভোটের আগে টিকা-রাজনীতির অভিযোগ ঘিরে সরগরম বনগাঁ। শুক্রবার নীলদর্পণ অডিটোরিয়ামে ২২টি ওয়ার্ডের মতুয়া সম্প্রদায়ের ৫২টি দলকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে বনগাঁ পুর কর্তৃপক্ষ। করোনা আবহে সরকারি উদ্যোগে টিকাকরণে খুশি মতুয়া সম্প্রদায়।
বনগাঁ লোকসভার অন্তর্গত পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এবার তৃণমূলের কাছ থেকে চারটি ছিনিয়ে নিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সেই কারণে পুরভোটের আগে মতুয়াদের মন জয় করতে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে বনগাঁ পুরসভা।
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন,শাসকদলের দিক থেকে মুখ ফিরিয়েছে মতুয়ারা...ভোট টানতেই তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। বনগাঁ পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল শেঠ বলেছেন, সরকারি গাইডলাইন মেনে সুপার স্প্রেডারদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে...ঢাকি, মৃৎশিল্পীদের দেওয়া হয়েছে...এরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায় তাই দেওয়া হয়েছে...ভ্যাকসিনেশন নিয়ে রাজনীতি হচ্ছে না।
পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, মতুয়া ভোট পেতে তৃণমূল-বিজেপি লড়াই শুরু হয়েছে। প্রচার শুরু হওয়ার আগেই রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই।
এদিকে, আজ থেকে শান্তিপুরে শুরু হল ৩ দিনের মেগা ভ্যাকসিন কর্মসূচি। বিজেপির অভিযোগ, উপনির্বাচনের আগে ভোট পাওয়ার লক্ষ্যেই শাসকদলের এই উদ্যোগ। অভিযোগ অস্বীকার করে পাল্টা গেরুয়া শিবিরকে বিঁধল তৃণমূল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই ভ্যাকসিনেশন, দাবি করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
প্রশাসন সূত্রে খবর,এই কর্মসূচিতে শান্তিপুর বিধানসভা এলাকার অন্তর্গত ১০টি গ্রাম পঞ্চায়েত ও ১টি পুরসভা এলাকার ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আর এই কর্মসূচিকে কেন্দ্র করেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।