North 24 Pargana: স্বাধীনতার হীরক জয়ন্তী পালন, ব্যারাকপুরে ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন
North 24 Pargana News: ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর বিধায়ক তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলিত স্তম্ভ। যার নাম করণ হয়েছে, 'আরও ঊর্ধ্বে উড়ুক মুক্তি নিশান'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। গোটা দেশের সঙ্গে বাংলায়ও উদযাপিত হচ্ছে এই স্বাধীনতা দিবস (Independence Day)। ঐতিহাসিক শহর ব্যারাকপুরের (Barrackpore) মাটিতে শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই সিপাহী বিদ্রোহ। শহিদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে (Mangal Pandye)। সেই শহিদ মঙ্গল পাণ্ডে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের (Rastraguru Surendranath Banerjee) জন্মভিটে ব্যারাকপুরে স্বাধীনতার ৭৫ বছরে উত্তোলিত হল একশো ফুট উঁচুতে ত্রিশ ফুট বাই কুড়ি ফুটের জাতীয় পতাকা। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর বিধায়ক তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হল এই ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলিত স্তম্ভ। যার নাম করণ হয়েছে, 'আরও ঊর্ধ্বে উড়ুক মুক্তি নিশান'। স্বাধীনতার ৭৫ বছর পর এমন উপহার পেয়ে খুশি ব্যারাকপুরবাসী।
গাঁধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের
স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ব্যারাকপুরের গাঁধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল লা গণেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ও জেলাশাসক শরদ দ্বিবেদী।
তমলুকে স্বাধীনতা দিবস উদযাপন
হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এই বিশেষ দিনে তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্নেন্দু মাজি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে।
অন্যদিকে স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ব্যারাকপুরের গাঁধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল লা গণেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ও জেলাশাসক শরদ দ্বিবেদী।
প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন
এদিন, স্বাধীনতার শতবর্ষের জন্য লক্ষ্যপূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন পাঁচ সঙ্কল্পের কথা। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন।
প্রধানমন্ত্রী বলেন, 'এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি।' স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির জয়গানও গাইলেন মোদি।
আরও পড়ুন: নিমতৌড়ির জেলা শাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন, উপস্থিত পুলিশ সুপার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
