North 24 Pargana: ‘দুর্নীতির দায়ে’ অপসারিত অঞ্চল সভাপতি, অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ তৃণমূলের
দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ করল তৃণমূল। পদ থেকে সরিয়ে দেওয়া হল অঞ্চল সভাপতিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের অঞ্চল সভাপতিকে দুর্নীতির অভিযোগে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল (TMC)। যদিও ওই তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।
দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ করল তৃণমূল (TMC)। পদ থেকে সরিয়ে দেওয়া হল অঞ্চল সভাপতিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। যাঁকে ঘিরে দুর্নীতির অভিযোগে সরগরম এলাকা, তিনি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের তৃণমূলের অঞ্চল সভাপতি শহিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে দলের কাছে। শাসন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশও তাঁর বিরুদ্ধে দলের উচ্চস্তরে অভিযোগ করেন। এমনকী গ্রামবাসীদের একাংশও এ নিয়ে সরব হন।
স্থানীয় বাসিন্দা, আব্দুল মোল্লা বলছেন, আমরা খুশি যে শহিদুলকে পদ থেকে সরানো হয়েছে। দুর্নীতিতে ডুবে ছিল। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ। পরকীয়া ছিল বলে যে অভিযোগ করেছে তা যেন না যায়। এ সবের জেরে সম্প্রতি শহিদুল ইসলামকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেয় শাসকদল।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের (tmc) অপসারিত অঞ্চল সভাপতি শহিদুল ইসলামের কথায়, দলের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি। তবে দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করেছি। দুর্নীতির সঙ্গে কোনওদিন আপোস করিনি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদ থেকে অপসারণের পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি পর্যবেক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের কথায়, তৃণমূলের নেতা, মন্ত্রী বিধায়করা থেকে সবাই দুর্নীতিতে নিমজ্জিত। অঞ্চল সভাপতিকে না সরিয়ে মন্ত্রীদের সরান। কয়েকদিন আগেই দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন শাসকদলের কর্মীরা। যদিও ওই ঘটনায় পঞ্চায়েত প্রধান তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। এবার দুর্নীতির অভিযোগে পদ থেকে সরানো হল শাসনের তৃণমূল অঞ্চল সভাপতিকে।