North 24 Parganas News: যাঁর মোবাইল রিচার্জের পয়সা ছিল না, তাঁরই অ্য়াকাউন্টেই ১০০ কোটি! চিন্তায় ঘুম উড়েছে দিনমজুরের
পেশায় দিনমজুর নাসিরুল্লাহর অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আর তাঁরই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রাতারাতি এক পয়সা কম ১০০ কোটি টাকা ঢুকতেই রাতের ঘুম উড়েছে তাঁর।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পেশায় দিনমজুরের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে ঢুকেছে এক পয়সা কম ১০০ কোটি টাকা। জঙ্গিপুর (Jangipur) সাইবার ক্রাইম থানা (Cyber Crime Police Station) থেকে তলবের নোটিস পেয়ে রাতের ঘুম উড়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার বাসিন্দা মহম্মদ নাসিরুল্লাহর। এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন এই দিনমজুর ও তাঁর পরিবার।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়: ইনি মহম্মদ নাসিরুল্লাহ। পেশায় দিনমজুর নাসিরুল্লাহর অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আর তাঁরই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রাতারাতি এক পয়সা কম ১০০ কোটি টাকা ঢুকতেই রাতের ঘুম উড়েছে তাঁর।
দেগঙ্গার (Deganga) চাকলা গ্রাম পঞ্চায়েতের (Chakla Gram Panchayet) বাসিন্দা এই দিনমজুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের পাথরঘাটা শাখায় অ্যাকাউন্ট রয়েছে। অ্য়াকাউন্টে ১৭ টাকা পড়েছিল। মুর্শিদাবাদের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা থেকে নোটিস পেয়ে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখেন। আর তাতেই চক্ষু চরকগাছ হয়ে যায় তাঁর।
দিনমজুর মহম্মদ নাসিরুল্লাহরের কথা, আমার এই থানা থেকে কাগজটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না কী কারণে কাগজটা এসেছে। অ্য়াকাউন্ট আমি চেক করলাম। চেক করে দেখলাম অনেকগুলো ৯ সংখ্যা। শিক্ষিত লোকেদের দেখাাম ওরা বলছেন এক পয়সা কম ১০০ কোটি টাকা। শুনে আমার টেনসন বেড়ে গেল।
নাসিরুল্লাহর বাবা আইয়ুব আলি মণ্ডল বলছেন, আতঙ্কের পরিস্থিতিতে আছি। কেন ঢুকল, কে ঢোকালো জানতেই পারলাম না। সিভিল পুলিশ এসে নোটিস দিয়ে গেছে। চাইছি যাতে মিটে যায় সমস্যা।
অ্য়াকাউন্টে লেনদেন বন্ধ: ব্যাঙ্কে যোগাযোগ করে নাসিরুল্লাহ জানতে পারেন তাঁর অ্য়াকাউন্টে লেনদেন বন্ধ রাখা হয়েছে। তলব করেছে তাঁকে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। দিনমজুর নাসিরুল্লাহ চাইছেন যাতে বিষয়টি দ্রুত মিটে যায়।
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় লোকাল ট্রেনের কামরায় যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি নগদ টাকা, গয়না। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের তলা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সতের কোটি টাকা। বঙ্গবাসী যখন হঠাৎ করে খাটের তলায় কিংবা ওয়ার্ড্রোব থেকে উদ্ধার কোটি কোটি টাকা দেখতে অভ্যস্ত হয়ে উঠছে, তখন লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।