North 24 Parganas News: অশোকনগরের বাড়িতে নিহত সেনা জওয়ানের মৃতদেহ পৌঁছতে শোকের ছায়া এলাকায়
Jawan's Deadth: জওয়ানের মৃতদেহ আসার পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রবিবার রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগরের (Ashoknagar) কল্যাণগড়ের বাড়িতে পৌঁছয় নিহত সেনা জওয়ানের মৃতদেহ। অসমের গৌহাটিতে কর্মরত ছিলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা নারায়ণ চন্দ্র (Narayan Chandra)। তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল ওঠে এলাকায়। শোকের ছায়া নেমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জওয়ানের মৃতদেহ আসার পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। আসেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার এবং স্থানীয় পুরমাতা অদিতি সিংহ সহ অন্যান্য নেতৃত্বরা।
সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা বিধায়কের-
এদিন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, বীর জওয়ানের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। তিনি বলেন, 'নারায়ণ বাবু সেনা জওয়ান ছাড়াও একজন অত্যন্ত দক্ষ হকি খেলোয়াড় ছিলেন এবং এলাকাতেও তিনি খুবই জনপ্রিয় মানুষ ছিলেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে তাঁর স্মৃতির উদ্দেশে সম্মান জানাতে একটি স্মৃতি সৌধ তৈরি করা হবে এলাকায়।' এর পাশাপাশি মৃত জওয়ান নারায়ণ চন্দ্রের পরিবারের সদস্যদের পাশে তিনি সবসময় রয়েছেন ও তাঁদের যেকোনও প্রকার সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছএন তিনি। জানা গিয়েছে, গৌহাটি থেকে ময়নাতদন্তের পর বিশেষ বিমানে দমদম হয়ে কল্যাণগড়ে কফিনবন্দি হয়ে আসে সেনা জওয়ানের মৃতদেহ। তাঁকে শেষ দেখা দেখতে কাতারে কাতারে মানুষ ছুটে আসেন।
আরও পড়ুন - Online Fraud: ট্রাভেল এজেন্সির নামে জালিয়াতি, অনলাইনে প্যাকেজ বুক করে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা
অন্যদিকে, দুই পরিবারের মধ্যে বিবাদ। আর সেই বিবাদ-ধস্তাধস্তি চলাকালীনই মায়ের কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৮ মাসের ফুটফুটে এক শিশুর (Infant)। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারহাটের রাইগাছিতে। শনিবার সকালে অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে দুই পরিবারের মধ্যে বিবাদের সময়কার ভিডিও।