North 24 Parganas News: নিউ ব্যারাকপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে ফ্ল্যাটে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ! পালাতে চেষ্টা করতেই..
North 24 Parganas Molestation Case : মত্ত অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নিউ ব্যারাকপুরে, আটক জিম ট্রেনার

কলকাতা : কসবাকাণ্ড, জোকা IIM-সহ একের পর এক ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। তারই মাঝেই নিউ ব্যারাকপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিলে তরুণীকে মারধরের অভিযোগ জিম ট্রেনারের বিরুদ্ধে। বাধা দিলে মেরে বন্ধুর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মত্ত অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পালাতে চেষ্টা করলে দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী। ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক জিম ট্রেনার।
উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণের চেষ্টা, মারধরের অভিযোগ উঠল এক জিম ট্রেনারের বিরুদ্ধে। বাধা দিলে তরুণীর বন্ধুকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তরুণীর দাবি, অভিযুক্তর সঙ্গে তাঁর ফেসবুকে আলাপ হয়েছিল। অভিযোগকারিণী বলেছেন, আমার সাথে রীতিমতো রেপ করার চেষ্টা হয়েছিল। আমি চেঁচাচ্ছি বাঁচাও বাঁচাও করে। কিন্তু গেট লক, আমরা বেরোব কী করে? আরজি কর মেডিক্যালে তরুণীর খুন-ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। তার ১০ মাসের মাথায় কসবার আইন কলেজে গণধর্ষণ, জোকা IIM-এ ধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, একের পর এক ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। এই আবহে কলকাতার উপকণ্ঠে ফের ধর্ষণের চেষ্টা, মারধর ও তরুণীর বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল।
সূত্রের খবর, সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল অভিযুক্ত জিম ইন্সট্রাক্টর ও অভিযোগকারিণীর বান্ধবী তরুণীর। শনিবার রাতে তরুণী, তার বান্ধবী ও এক বন্ধুকে নিয়ে উত্তর ২৪ পরগনার মাইকেল নগরে অভিযুক্ত যুবকের ফ্ল্যাটে যান। অভিযোগ মত্ত অবস্থায় ওই যুবক তরুণীর বান্ধবীকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিতে গেলে মারধর পর্যন্ত করা হয়। তরুণীর আরেক বন্ধু আটকাতে গেলে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে ফ্ল্যাট থেকে পালিয়ে যান তিনজন।
অভিযোগকারিণী বলেন, ও গেটটা দেখলাম লক করে দিল। লক করার পর ওই ছেলেটাকে রীতিমতো কাচের বোতল ছিল সামনে, ওটা দিয়ে মেরেছে। মারার পর ঘুষি মেরেছে। মারার পর দেওয়ালে লেগেছে, লাগার পর ও অজ্ঞান হয়ে গেছে। আমরা ভাবছি ও মরেই গেছে। আমি আর আমার একটা বনধু ছিল, মেয়ে বনধু, মেরেছে, মারার পর আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি যে আমরা বাঁচতে পারব কি এখান থেকে। বলছে তোদেরকে আজকে যাচ্ছেতাই ভাবে নষ্ট করব। ও ভেবেছে একটা ছেলেকে মেরে দিয়ে আমাদের উপর অত্যাচার করবে এবং করেওছে। সেটা পারেনি, যেটা ওর উদ্দেশ্য ছিল।
এয়ারপোর্ট থানায় অভিযোগ জানানোর পর অভিযোগকারিণীকে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগকারিণীর আইনজীবী অমর্ত্য দে বলেন,যেটার জন্য অভিযোগ করা ওটাতে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, খুনের চেষ্টা ও হেনস্থা রয়েছে। এই চারটেই হচ্ছে মূল অভিযোগ। সেটার উপর ভিত্তি করেই অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগকারীণির বয়ান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে।






















