Deganga News: দেগঙ্গায় ২ কিশোরের বিরুদ্ধে বোমার ছোড়ার অভিযোগ, জখম ১
Deganga Accused 2 Teen: ঝোপে পড়ে থাকা বোমা ছুড়তেই বিস্ফোরণ। জখম ১ কিশোর।
![Deganga News: দেগঙ্গায় ২ কিশোরের বিরুদ্ধে বোমার ছোড়ার অভিযোগ, জখম ১ North 24 Parganas News: One boy seriously injured due to Deganga Incident, allegation two minor Deganga News: দেগঙ্গায় ২ কিশোরের বিরুদ্ধে বোমার ছোড়ার অভিযোগ, জখম ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/5e6cfbdd371fcafe12eec38d332bca191691517398140484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা : ফের বোমা-বিদ্ধ শৈশব। দেগঙ্গায় স্কুলের দেওয়াল লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। ঝোপে পড়ে থাকা বোমা ছুড়তেই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। জখম ১ কিশোর। তবে মর্মান্তিক বিষয় এটাই, ২ কিশোরের বিরুদ্ধে এই বোমার ছোড়ার অভিযোগ উঠেছে।
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয়েছিল তিন শিশু
প্রসঙ্গত, গতমাসেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয়েছিল তিন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক এলাকায়। আমবাগাতে খেলতে গিয়েছিল নিছক আর দশটা দিনের মতোই। কিন্তু সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই মর্মান্তিক ঘটনা হয়।এখানেই শেষনয়, আগেই বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার রাজু রায়চৌধুরীর। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা।
বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম
এর আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানিয়েছিলেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি।কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা।
দেগঙ্গার এই ঘটনায় কোনও রাজনৈতিক সূত্র প্রকাশ্য়ে আসেনি
তবে দেগঙ্গার এই ঘটনায় কোনও রাজনৈতিক সূত্র প্রকাশ্য়ে আসেনি। যদিও এত বোমা তাহলে আসছে কোথা থেকে ? কে কী কারণে মজুত করেছিল, সেই প্রশ্নও বারবার উঠেছে। কারণ পঞ্চায়েত ভোট মিটে গেলেও হিংসায় যবনিকা পড়েনি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর শিকার হয়েছে ইতিমধ্যেই সাধারণ মানুষও। গত বছর একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা রাজ্যের শাসকদলের এক শীর্ষ নেতা, বোমার উৎসস্থল হিসেবে যোগী রাজ্যকে আক্রমণ করেছিলেন। গোটা রাজ্য বোমার স্তূপে পরিণত হয়েছে, এমন দাবিও করা হয়েছিল। তবে ফের একই ছবি ফিরছে বারবার রাজ্যে।
আরও পড়ুন, হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তি
প্রেক্ষাপট আলাদা হলেও একই দিনে, কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিজেপি নেত্রীর বাড়ির সামনে মিলেছে তাজা বোমা। বাড়ির সামনে পড়ে আছে দু’-দুটি তাজা বোমা, সাতসকালে দরজা খুলেই ভয় পেয়ে যান বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী দুর্গা আর্য। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জে এই বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)