North 24 Parganas News: ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের
Basirhat Incident: বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র। গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের (School Student)। বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ । আর জি কর হাসপাতালে ভর্তি স্কুলছাত্র।
আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয় পশ্চিমবঙ্গে। এর আগেও এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। তবুও আরও একবার নৃশংস অভিজ্ঞতার শিকার হতে হল চতুর্থ শ্রেণির ছাত্রকে। জানা গিয়েছে, আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকা।
বোমের আঘাতে ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে যায়
এদিন মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা ধরাধরি করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ইউসুফ মন্ডলকে ভর্তি করা অবস্থার অবনতি হওয়ায় আহত ছাত্রটিকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করে। বোমের আঘাতে ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে যায়। জানা যাচ্ছে, আজ সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলতে খেলতে হঠাৎই বল ভেবে বোমাটিকে তুলে নেয় ওই স্কুল ছাত্রটি। এরপরেই বোমাটি বিস্ফোরণ করে। ছাত্রটির ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মক জখম হয়।
ভুরিভুরি বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা
প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছরে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুর্শিদাবাদ-সহ দুই ২৪ পরগনায় ভুরিভুরি বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি। কিছুক্ষেত্রে রাজনৈতিক যোগসূত্র থাকার অভিযোগ উঠেছে। তবে যে কারণেই হোক না কেন, বারবার বোমা বিস্ফোরণের এই ঘটনায় কার্যত উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশি তল্লাশির পর জেলায় জেলায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
আরও পড়ুন, ছুটির সকালে আকাশ মেঘলা, বৃষ্টি পরিমাণ বাড়তে পারে আজ
জুলাইয়ের শুরুতেই একই ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়
চলতি বছরের জুলাই মাসে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে জখম হয়েছিল দুই শিশু। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে এই ঘটনা ঘটেছিল। স্থানীয়দের দাবি ছিল, রাস্তার ধারে এই বোমা পড়েছিল। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে মাস পেরোনোর আগেই ফের বোমাকে বল ভেবে খেলার ঘটনায় ফের বিস্ফোরণের মুখোমুখী হল রাজ্য।