North 24 Parganas News: অনুব্রতকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক, বনগাঁ থানায় অভিযোগ দায়ের তৃণমূলের
বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে গ্রেফতারির দাবি জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূলের তরফে
সমীরণ পাল, বনগাঁ: বনগাঁ (Bongaon) দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে গ্রেফতারির দাবি জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূলের (TMC) তরফে। গতকাল তিনি অভিযোগ করেন, "সিবিআইয়ের কাছে অনেককিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) উডবার্ন ওয়ার্ড থেকে বেরোতে দেবেন না মুখ্যমন্ত্রী। তাঁকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে।''
স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের: গরু পাচার মামলায় সিবিআই-এর কাছে হাজিরা না দিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি সপ্তাহ খানেকের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডে। এই প্রেক্ষিতে চাঞ্চল্যকর দাবি করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। আর মন্তব্যের পরই তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করে তৃণমূল। শাসকদলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ থানায় অভিযোগ দায়ের করে জানান, "বিজেপি বিধায়কের ওই মন্তব্যে মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে।'' অবিলম্বে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাল্টা বিজেপি বিধায়কের দাবি, "দলের বহু নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তৃণমূল। এ নতুন কিছু নয়।''
ঠিক কী মন্তব্য করেছিলেন স্বপন মজুমদার? গতকাল, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বলেন, “অনুব্রত মণ্ডল ভাবছেন, উডবার্ন ওয়ার্ডে শুয়ে শুয়ে CBI’র হাত থেকে বেঁচে যাবেন। কখনও তা সম্ভব নয়। আগামী দিনে CBI’র দরজায় যেতে হবে, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষধর ইঞ্জেকশনে মরতে হবে। বিজেপি বিধায়কের আরও দাবি, CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে তৃণমূলের কুর্কীতি ফাঁস করে দেবেন অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ, “আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে (অনুব্রত মণ্ডলকে) আর ফিরতে দেবেন না। তার কারণ যদি ফিরতে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কুকীর্তি অনুব্রত মণ্ডল উগরে দেবে সিবিআইয়ের কানে।’’
আরও পড়ুন: South 24 Pargana: তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে ‘খুন’, অভিযুক্ত বিজেপি কর্মী