South 24 Pargana: 'কাকা শ্বশুরকে খুন করেছি' তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষকে ‘খুন’-এর পর থানায় আত্মসমর্পণ
Bishnupur Murder: ভোরবেলা বাড়ি থেকে মাছের আড়তে কাজে যাওয়ার পথে খুন মঙ্গল প্রামাণিক। অভিযুক্ত দেবাশিস প্রামাণিক বিজেপি কর্মী।
দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুরে তৃণমূলের (TMC) বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে ‘খুন’ (Murder)। ভোরবেলা বাড়ি থেকে মাছের আড়তে কাজে যাওয়ার পথে খুন মঙ্গল প্রামাণিক। অভিযুক্ত দেবাশিস প্রামাণিক বিজেপি কর্মী (BJP Worker)। বিষ্ণুপুর থানায় (Bishnupur Police Station) আত্মসমর্পণ করেছেন বিজেপি কর্মী (BJP Worker) দেবাশিস প্রামাণিক।
দাদা-বৌদিকে কুপিয়ে খুন: এর আগেও খবরের শিরোনামে এসেছে বিষ্ণুপুর (Bishnupur) । সম্পত্তি বিবাদে দুই ভাইয়ের বিরুদ্ধে দাদা-বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিষ্ণুপুরে (Bishnupur) । স্থানীয় সূত্রে খবর, এক কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে বিবাদ চলছিল দাদার। অভিযুক্ত দুই ভাই পলাতক।
ফের রক্তাক্ত রক্তের সম্পর্ক! সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আগেই ফাটল ধরেছিল তিন ভাইয়ের সম্পর্কে । এবার দাদা-বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargaba) বিষ্ণুপুরের (Bishnupur) দক্ষিণ গোবিন্দপুরের (Gabindapur) ঘটনা। মৃত্যু হয়েছে, দেবাশিস পোড়ে (৫২) ও তাঁর স্ত্রী পলি পোড়ের (৪২) । স্থানীয় সূত্রে খবর, এক কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে বিবাদ চলছিল দাদা দেবাশিস পোড়ের। শনিবার, সকালে বচসা চরমে ওঠে ।
অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে দাদার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই ভাই। বাধা দিলে, বৌদিকেও এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিস পোড়ের । SSKM এ নিয়ে যাওয়া হলে, বৌদিকে মৃত বলে ঘোষণা করা হয় ।
উত্তর ২৪ পরগনায় তোলা‘দৌরাত্ম্য’: এই একই দিনে উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) তোলা ‘দৌরাত্ম্যের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ীদের উপর ‘হামলা’র অভিযোগ উঠেছে। খড়দার পুরানিবাজারে তোলা না পেয়ে ব্যবসায়ীদের এলোপাথাড়ি ‘কোপ’। ধারাল অস্ত্রের কোপে আহত ৪ থেকে ৫ জন ব্যবসায়ী। প্রতিবাদে আজ দোকান বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের।
আরও পড়ুন: Coochbehar News: কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব, মৃত ২