North 24 Parganas: এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড বসিরহাটের গ্রাম, আহত বেশ কয়েকজন
এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। ঝড়ের জেরে ভাঙল বিদ্যুতের খুঁটি।
সমীরণ পাল, বসিরহাট: হঠাৎই মিনিট খানেকের ঝড়। আর এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড গোটা গ্রাম। ঘটনা বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামের ঘটনা। এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। ঝড়ের জেরে ভাঙল বিদ্যুতের খুঁটি।
হঠাৎই ১ মিনিটের ঝড় বয়ে গেল তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে। এই ঝড়ের বিভৎসতা দেখে হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। একদিকে টালির চাল ও টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়ছে। অন্যদিকে গাছ উপড়ে রাস্তার উপরে পড়েছে। ঘটনাস্থলে হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না ও পুলিশ প্রশাসন গিয়েছেন। এই ঝড়ের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: আসানসোলের অভিজাত হোটেলে হানা দিয়ে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার পুলিশের
এর আগে জুন মাসে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা। ভেঙে পড়ে একাধিক বাড়ি। উড়ে যায় চাল। নিরাশ্রয় বেশ কয়েকটি পরিবার। কোনও বাড়ির চাল উড়ে গেছে। কোনওটার মাটির দেওয়াল ধসে পড়েছে। কয়েক ঘণ্টার ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জলেশ্বর, ইছাপুর এলাকায় একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মত্স্যজীবীদর জন্য আজও সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে তাঁদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে পুরুলিয়ায় রাতভোর বৃষ্টি হয়েছে। সকালেও আকাশ মেঘলা। বৃষ্টিও চলছে। প্রবল বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে। উত্তাল দিঘার সমুদ্র। জল জমতে শুরু করেছে গ্রামে। ঝাড়গ্রামে প্রবল বৃষ্টিতে জল বেড়েছে কেলেঘাই নদীর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও ক্যানিংয়েও ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আরও পড়ুন: Baruipur: বারুইপুরের কারখানায় বিকট শব্দে ফার্নিশ ব্লাস্ট, ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে ৪ শ্রমিকের দেহ