(Source: ECI/ABP News/ABP Majha)
Dumdum: গভীর রাতে যাত্রী সেজে অ্যাপ-বাইক ছিনতাই, গ্রেফতার অভিযুক্ত
গতকাল রাত ১টা নাগাদ অ্যাপ-বাইকে ওঠে এক যুবক। পুলিশের দাবি, নামার সময়, টাকা দেওয়া নিয়ে গন্ডগোল শুরু হয়।
সমীরণ পাল, দমদম: গভীর রাতে যাত্রী সেজে চালককে মারধর করে, অ্যাপ-বাইক ছিনতাইয়ের অভিযোগ উঠল। ঘণ্টাদুয়েকের মধ্যেই দুর্গানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ (Dumdum Police Station)।
অ্যাপ-বাইক ছিনতাইয়ের অভিযোগ: গতকাল রাত ১টা নাগাদ অ্যাপ-বাইকে ওঠে এক যুবক। পুলিশের দাবি, নামার সময়, টাকা দেওয়া নিয়ে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, অ্যাপ-বাইকের চালককে মারধর করে, মোবাইল ফোন ও বাইক ছিনতাই করে পালায় ওই দুষ্কৃতী। পরে দমদম থানার পুলিশ জেসপ কারখানার পাঁচিলের পাশ থেকে রক্তাক্ত বাইক চালককে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি অ্য়াপ-বাইকের চালক। বাইক উদ্ধার করেছে পুলিশ।
ছিনতাইয়ের এক চক্রের হদিশ: টার্গেট ছিল একা অল্পবয়সী মেয়েরা কখনও শিস দিয়ে, কখনও কটূক্তি করে তাদের দৃষ্টি আকর্ষণ করা হত। আর মুহূর্তের অন্যমনস্কতার সুযোগে ছিনতাই করা হত স্কুল-কলেজের ছাত্রীদের মোবাইল ফোন বা ব্যাগ। এই কায়দাতেই চলত অপারেশন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এমনই এক চক্রের হদিশ পেল পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ৬ জন দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, মোবাইল ফোন বা ব্যাগ ছিনতাই। শিকার হিসেবে বেছে নেওয়া হত স্কুল-কলেজের ছাত্রীদের।একা থাকলেই কখনও কটূক্তি, আবার কখনও শিস দিয়ে অন্যমনস্ক করে ছিনতাই করত দুষ্কৃতীরা। তবে শেষরক্ষা হল না। সিসি ক্যামেরার ফুটেজই হাতিয়ার হল পুলিশের। ডাকাত সন্দেহে ৬ জনকে গ্রেফতারের পরেই সামনে এল নতুন তথ্য। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৫টি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ।
এর আগে গত মাসে মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে টাকা ও সোনা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যবসায়ী জয়দীপ স্বর্ণকারের বাড়ি মোথাবাড়ির বালুয়া চড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিনইংরেজবাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুই ব্যক্তি তাঁকে আটকায়। ব্যবসায়ীর পিঠে বন্দুক ঠেকিয়ে, তারা টাকা, গয়না সমেত ব্যাগ লুঠ করে পালিয়ে যায় বলে অভিযোগ। দিনে-দুপুরে জনবহুল এভাবে লুঠের ঘটনা ঘটায় আতঙ্কিত বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: Birbhum News: ছড়িয়ে ছিটিয়ে ইট-কাঠ, বোমা বিস্ফোরণে নিশ্চিহ্ন তৃণমূল নেতার বাড়ির একাংশ