(Source: ECI/ABP News/ABP Majha)
School Reopening Agitation : স্কুল খোলার দাবিতে এয়ারপোর্টের কাছে ধুন্ধুমার, দিকে দিকে বিক্ষোভ SFI এর
Agitation Of SFI : পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই সদস্যদের। প্রায় ৫০ জন এসএফআই সদস্যকে আটক করে দমদম থানার পুলিশ।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : স্কুল খোলার (School Reopening) দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে এসএফআইয়ের । মতিলাল কলোনিতে মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই সদস্যদের। প্রায় ৫০ জন এসএফআই সদস্যকে আটক করে দমদম থানার পুলিশ।
অন্যদিকে, বারাসাতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই (SFI) । স্কুল খোলার দাবিতে বিক্ষোভ । জোর করে জেলাশাসকের অফিসে ঢুকে যায় বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ কর পুলিশ।
অন্যদিকে, কোভিড বিধি মেনে দ্রুত স্কুল খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছে রাজ্যের শিশু চিকিৎসকদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত ধাপে ধাপে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। স্কুল খোলার দাবিতে এদিনও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবিরের একাধিক ছাত্র সংগঠন।
আরও পড়ুন
পাটুলিতে এটিএম-এর পাশে 'সন্দেহজনকভাবে ঘোরাঘুরি', পুলিশের কাছে অবাক করা তথ্য
:
কোভিড বিধি মেনে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস্। রাজ্যের শিশু চিকিৎসকদের এই গবেষণামূলক প্রতিষ্ঠানের খোলা চিঠিতে
কোভিড বিধি মেনে স্কুলপড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত ধাপে ধাপে স্কুল খোলার পক্ষে সওয়াল করা হয়েছে। করোনার কারণে প্রায় ২ বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রীর কাছে কেন তাঁরা স্কুল খোলার আর্জি জাননিয়ে চিঠিতে লেখা হয়েছে, প্রায় দু’বছর ধরে স্কুল বন্ধ থাকায় শিশু মনের বিকাশ ব্যাহত হচ্ছে। বন্ধুদের সঙ্গে পারস্পরিক মেলামেশা, খেলাধূলায় অংশগ্রহণ না থাকায়, নেতিবাচক প্রভাব পড়ছে শিশুমনে। বহু শিশুর আচরণে পরিবর্তন নজরে এসেছে। ভবিষ্যত প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে মানসিক সমস্যা। অনলাইন ক্লাস কিছু জায়গায় হলেও, গ্রাম ও শহরাঞ্চলে বহু ক্ষেত্রে তা কার্যকর করা যাচ্ছে না। পাশাপাশি বলা হয়েছে, কোভিডে মৃদু উপসর্গ থাকছে শিশুদের। '
রাজ্যে আক্রান্ত শিশুদের মধ্যে মাত্র ২.৫ থেকে ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান উল্লেখ করে ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের দাবি, করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর হার ০.০৮ শতাংশ। শিশু চিকিৎসকদের মত, বিধি মেনে স্কুল খুললে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে মনে হয় না। তবে হাইরিস্ক চিলড্রেনদের চিকিৎসকের অনুমতি নিয়ে স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্কুল-কলেজ খোলার প্রশ্নে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরাও। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে ABVP।