(Source: ECI/ABP News/ABP Majha)
ATM Fraud Suspected Detained: পাটুলিতে এটিএম-এর পাশে 'সন্দেহজনকভাবে ঘোরাঘুরি', পুলিশের কাছে অবাক করা তথ্য
ATM Fraud Suspected Detained : পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড।
কলকাতা : ATM লুঠ, জালিয়াতির সংখ্যা বাড়ছে ক্রমেই। তাই অতিসতর্ক পুলিশ। সতর্ক ব্যাঙ্কগুলিও। এটিএমগুলির আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলেই, স্থানীয় থানাকে সতর্ক করছে তারা। শহর কলকাতাতেও এটিএম লুঠের মতো ঘটনাও ঘটেছে।
এবার পাটুলিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এর সামনে এক সন্দেহভাজনের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে একটি ঘটনায় নড়েচড়ে বসে পাটুলির কাছে এটিএম থাকা একটি ব্যাঙ্কের সংশ্লিষ্ট বিভাগ। পাটুলি থানাকে সতর্ক করে রবিবার রাত ১১টা নাগাদ ফোন আসে। থানাকে এক ব্য়ক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে জানায় ব্যাঙ্কের মুম্বইয়ের সিসিটিভি কন্ট্রোল রুম।
পাটুলিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড। সেই গিফট কার্ড দিয়ে তিনি টাকা তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন :
ঊর্ধ্বগামী জ্বালানী-মূল্য, লাগামছাড়া চাল-ডালের দাম, কী আশায় কলকাতার মানুষ
কিছুদিন আগেই গ্রাহকের সতর্কতায় বানচাল হয়ে যায় ব্যাঙ্ক ও এটিএম জালিয়াতির চেষ্টা। অভিযোগ, সিভিল ডিফেন্সের এক কর্মীকে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে ফোন করে প্রতারকরা। প্রতারণার বিষয়টি আঁচ করে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। তিনিই পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে একটি ATM-এর সামনে থেকে পাকড়াও করেন অভিযুক্তকে। ব্যাঙ্কে KYC আপডেট বা এটিএম কার্ডের মেয়াদ ফুরনোর কথা বলে প্রায়ই প্রতারণার অভিযোগ ওঠে। এক্ষেত্রেও সেই চেষ্টা করতে গিয়ে গ্রাহক সতর্ক থাকায় ধরা পড়ে প্রতারক।
এটিএম (ATM ) প্রতারণা, অনলাইনে কেনাকাটায় প্রতারণা, ব্যাঙ্ক প্রতারণা । প্রযুক্তি একদিকে যেমন জটিল পদ্ধতিকে সহজ করে দিচ্ছে, তেমনই অনেক মানুষের কম-জানার ফাঁক দিয়ে এই প্রযুক্তিকে হাতিয়ার করেই সর্বস্ব লুঠ করছে প্রতারকরা। আর এই ধরনের প্রতারণার অভিযোগে উপচে পড়ছে কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার ক্রাইমের (Cyber Crime) দফতর। তাই সচেতনতার জন্য এবার একটি মিম পোস্ট করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এই সংক্রান্ত মিম খুবই জনপ্রিয় হয়েছে। মিমের মারফত হেল্পলাইন নম্বটিও জানিয়েছে তারা 8585063104 । এই সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে ফোন করতে পারেন এই নম্বরে।