(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: ফের সন্দেশখালির পথে 'বাধা' শুভেন্দু অধিকারীকে, ছাড়া হল খানিক পর
Sandeshkhali Incident:ফের সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারীকে আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রামপুরে বেশ খানিকক্ষণ আটকানো হয়েছিল তাঁকে। পরে সই করিয়ে ছাড়া হয় বলে খবর।
সৌভিক মজুমদার, কলকাতা: ফের সন্দেশখালির (Sandeshkhali Incident) পথে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রামপুরে বেশ খানিকক্ষণ আটকানো হয়েছিল তাঁকে। পরে সই করিয়ে ছাড়া হয় বলে খবর। বিরোধী দলনেতা বলেন, 'সন্দেশখালিতে যাব। আদালতের নির্দেশ আছে।' অন্য দিকে বিরোধী দলনেতার সন্দেশখালি-যাত্রার বিরোধিতা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। বিচারপতি কৌশিক চন্দর গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এই আর্জি জানাো হয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, 'আপনাদের আরও অনেক কাজ আছে। কে যাচ্ছে, কে যাচ্ছে না, আমরা ভাবছি না। মামলা দায়ের করুন, এখনই শুনানি করতে হবে তেমন তাড়াহুড়ো নেই।'
যা জানা গেল...
'গণতন্ত্রে মানুষই শেষ কথা', সই করে সন্দেশখালি যাওয়ার পথে সংবাদমাধ্যমকে বলেন বিরোধী দলনেতা। গত কাল অর্থাৎ বুধবার, বিচারপতি কৌশিক চন্দ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আপিলে, আজই শুনানির জন্য চেষ্টা করা হয়েছিল বলে খবর। কিন্তু আজ শুনানির বিষয়টিতে গুরুত্ব দিতে চাননি প্রধান বিচারপতি।
গ্রেফতার শেখ শাহজাহান...
তাৎপর্যপূর্ণভাবে এদিনই গ্রেফতার হয়েছেন সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর উদ্দেশে বলেন, 'আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়র রাখতে হবে। এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই।' এদিন তাঁর ১০ দিনের পুলিশি হেফাজত হয়। ইডি-কে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় তাঁর গ্রেফতারির পর কার্যত উৎসবের মেজাজ তৈরি হয় সন্দেশখালিতে। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা। আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা। আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'