Bidisha Death: 'ও এমন কাজ করার মেয়ে নয়,' কান্নায় ভেঙে পড়েছেন বিদিশার মা, এলাকায় শোকের ছায়া
Bidisha Death Family Update: ২৫ মে, ঘর থেকে উদ্ধার হল মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। চলছে তদন্ত। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তবে আদতে তিনি কাঁকিনাড়ার বাসিন্দা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ঘরজুড়ে বিদিশার আঁকা ছবি। থরে থরে সাজানো তাঁর পাওয়া প্রাইজ ও সার্টিফিকেট। সেইসব স্মৃতি আঁকড়েই এখন অঝোরে চোখের জল ফেলছেন মডেল-অভিনেত্রী বিদিশার মা। শোকের ছায়া উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়ায়, বিদিশার পাড়ায়।
পল্লবী দের (Pallavi Dey) মৃত্যুর দিন ১০ পর ফের দুঃসংবাদ অভিনয় জগতে। নাগেরবাজারের (Nagerbazar) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মডেল ও অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumdar) ঝুলন্ত দেহ।
বিদিশার পরিবারে শোকের ছায়া
খবর মেলে গতকাল। ২৫ মে, ঘর থেকে উদ্ধার হল মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। চলছে তদন্ত। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তবে আদতে তিনি কাঁকিনাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে শোকগ্রস্ত গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রীর মা।
তাঁর মায়ের কথায়, মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল গত পরশু। সোমবারই কাঁকিনাড়া থেকে নাগেরবাজারের ফ্ল্যাটে ফিরে যান তিনি। 'আমার মেয়ে খুব সহজ ছিল। ও এমন কাজ করতেই পারে না। কারও সঙ্গে কোনও গণ্ডগোলের কথাও শুনিনি। কিছুদিন আগে অডিশন দিয়ে এসেছিল। বাবার সঙ্গে অনেক কথা শেয়ার করত, আমি রেগে যেতাম বলে আমাকে অত বলত না।'
বিদিশারা দুই বোন। ছোট মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার সময় খবর পান বিদিশার মা। পল্লবী দের মৃত্যুর পর চিন্তায় ছিলেন তিনি, সে কথাও জানান মেয়েকে। মা-কে চিন্তা করতে বারণ করত বিদিশা। তারপরেও এমন ঘটনা। আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর মা।
বিদিশার প্রতিবেশীর কথায়, 'ও আমার ছেলের বয়সী। আমার মেয়ের মতো। কিন্তু এই বয়সে ওদের মনে কী চলে বলা মুশকিল। এমন ঘটনা মানতেই পারছি না।'
ডিপ্রেশনে ভুগছিলেন বিদিশা?
নাগেরবাজারে মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এল নতুন তথ্য। আরও বেশি কাজ চেয়েছিলেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। কিন্তু চলতি মাসের গোড়ায় অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। কাছের বন্ধু-বান্ধবদের ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? উঠছে একের পর এক প্রশ্ন। রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। সেই দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: Actress Accident: চলন্ত গাড়িতে গাছ পড়ে দুর্ঘটনার কবলে টেলি-অভিনেত্রী অনন্যা গুহ
অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর পর বিদিশা ফেসবুকে লিখেছিলেন, 'মানে কী এসব, মেনে নিতে পারলাম না।' যিনি পল্লবীর অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি, বুধবার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁরই।