এক্সপ্লোর
Nay Bicher Yatra: সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রায় জনজোয়ার
RG kar Doctor death Protest: শনিবার 8 ঘণ্টা ধরে ২১ কিলোমিটার রাস্তাজুড়ে হল ন্যায় বিচার যাত্রা। অভয়ার মৃত্যুর সুবিচারের দাবিতে এই ন্যায় বিচার যাত্রার আহ্বান জানানো হয়েছিল।

সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রা
1/11

শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে এই ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছিল। শনিবার দুপুরে তা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে।
2/11

অভয়ার মৃত্যুর সুবিচার সহ ১০ দফা দাবি পূরণের উদ্দেশ্যে রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধির জন্য এই কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
3/11

সেই ডাকে সাড়া দিয়ে শনিবার সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রা হল।
4/11

এই ন্যায় বিচার যাত্রায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছিলেন নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও।
5/11

শুক্রবারই এই মিছিলে অংশ নেওয়ার জন্য নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনকে কোনও রাজনৈতিক পতাকা ছাড়া যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে।
6/11

সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তায় আট ঘণ্টা ধরে পায়ে হেঁটে আসেন ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়া সবাই।
7/11

এই ন্যায় বিচার যাত্রা যত এগোতে থাকে ততই সাধারণ মানুষ যোগ দিতে থাকেন এতে।
8/11

এর ফলে এই ন্যায় বিচার যাত্রা যখন ধর্মতলায় এসে পৌঁছায় তখন দেখা গেল জনজোয়ার।
9/11

সাধারণ মানুষের এই যোগদানে আপ্লুত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
10/11

রাস্তায় মিছিল করতে করতে আসার পর অন্ধকার নেমে গেলে যাত্রায় অংশ নেওয়া সবাইকে তাঁদের মোবাইল টর্চ জ্বালিয়ে হাঁটতে দেখা যায়।
11/11

ন্যায় বিচার যাত্রা চলাকালীনই আগামী সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে জুনিয়র চিকিৎসকদের একটি ই-মেল পাঠানো হয়েছে।
Published at : 20 Oct 2024 12:28 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
