এক্সপ্লোর
Durgapuja 2024: মণ্ডপে রাজস্থানি স্থাপত্য, দুর্গাপুজোতেও 'বিচারের দাবি', পানশিলা ঠাকুরবাড়ির ইতিহাস জানেন?
Sodepr Durgapuja 2024: আজ বুধবার মহালয়া। চতুর্থী থেকেই এই পুজো, প্রতিমা সাধারণ মানুষ এসে দর্শন করতে পারবেন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরােদমে।
পানশিলা ঠাকুরবাড়ির পুজো এবার ৭৫ বছরে পা রাখল
1/10

সোদপুরের পানশিলা। এই এলাকার বিখ্যাত দুর্গাপুজোগুলোর অন্য়তম পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজো। এবার ৭৫ বছরে পা রাখতে চলেছে এবারের দুর্গাপুজো।
2/10

এবারের পানশিলা ঠাকুরবাড়ির পুজোর থিম রাজসিক দৃষ্টি। রাজস্থানের মহলের আদলে এই পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রচুর কাঁচের ব্যবহার করা হয়েছে মণ্ডব তৈরিতে। শিল্পী শ্রী পার্থ মাইতি। এছাড়াও থিমের প্রতিমা শিল্পী শ্রী সুকান্ত রায়। সাবেকি প্রতিমা শিল্পী শ্রী নন্দ পাল।
Published at : 02 Oct 2024 05:32 PM (IST)
আরও দেখুন






















