এক্সপ্লোর
Durgapuja 2024: আকাশ ছুঁয়েছেন মা দুর্গা, শহিদ কলোনীর পুজোই এবার শহরের সবচেয়ে বড় চমক
Panihati Durgapuja 2024: পুজো শুরু হতে এখনও কয়েকদিন বাকি। কিন্তু মহালয়ার পর থেকেই লাইট টেস্টিংয়ের কাজ প্রতিদিন হচ্ছে। আর তা দেখতে প্রতিদিনই ভিড় জমছে অসংখ্য মানুষের।

সোদপুর পানিহাটি শহিদ কলোনীর ১০০ ফুটের মা দুর্গা
1/9

আজ ৫ অক্টোবর, দ্বিতীয়া। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে বলাই যায়। মহালয়ার পর থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ঢল নামা শুরু হয়ে গিয়েছে। ব্য়তিক্রম নেই জেলার পুজোগুলোতেও।
2/9

জেলার পুজোগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি যেই পুজো নিয়ে আলোচনা হচ্ছে, তা হল সোদপুর, পানিহাটির শহিদ কলোনীর সার্বজনীন পুজো কমিটির পুজো। এবছর ৭৫ বছরে পা রাখল এখানকার পুজো। আর সেই উপলক্ষে মূল আকর্ষণ ১০০ ফুটের মা দুর্গা। শুধু মা দুর্গা নয়। সঙ্গে থাকছেন এক চালাতেই তাঁর সন্তানরা। অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক।
3/9

শুধু চমক কিন্তু মায়ের থিমেই নয়। মণ্ডপের ভেতরেই বিষ্ণুর ১০ রকমের অবতারকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। এছাড়াও ইতিহাসকে তুলে ধরা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে।
4/9

আজ থেকে প্রায় ৪ মাস আগে এখানকার পুজোর প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। ২০১৫ সালে দেশপ্রিয় পার্কের ৮৮ ফুটের মা দুর্গাকেও কিন্তু ছাপিয়ে যাচ্ছে এখানকার মায়ের প্রতিমা।
5/9

মূলত ফাইবারের কাজ হয়েছে এই ১০০ ফুটের মা দুর্গাকে তৈরি করতে। তবে চমক মূলত সন্ধেবেলায় আরও বেশি থাকবে। কারণ প্রায় ১৬ রকমের আলোর ঝলমলানিতে ফুটে উঠবে মা ও তাঁর সন্তানদের মুখ।
6/9

মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন চারিদিকে কাঁচের অসংখ্য ব্য়বহার। এছাড়াও লাইটের নানারকম বৈচিত্র্য চোখে পড়বেই আপনার। বিষ্ণুর ১০ অবতারকে গোটা মণ্ডপের চারধার ধরে তুলে ধরা হয়েছে।
7/9

পুজো শুরু হতে এখনও কয়েকদিন বাকি। কিন্তু মহালয়ার পর থেকেই লাইট টেস্টিংয়ের কাজ প্রতিদিন হচ্ছে। আর তা দেখতে প্রতিদিনই ভিড় জমছে অসংখ্য মানুষের।
8/9

মায়ের পুজোর মধ্যেও বিচারের পক্ষে সওয়াল করছেন শহিদ কলোনী পুজো কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দাস। তিনি বলছেন, ''সারা দেশ, বিশ্বের মত আমরনা শহিদ কলোনীর পুজো কমিটিও বিচারের পক্ষে সওয়াল করছি। অবশ্যই দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিৎ। আমরা এই কদিন মায়ের কাছেও বিচার চাইব। তাই সবাই আসুন আমাদের পুজো দেখুন। সর্বস্তরের মানুষ এর সঙ্গে যুক্ত। আমরা তো কাউকে কাঁদিয়ে বিচার চাইতে পারি না। তাই সবাই আসুন, বিচারের দাবিও থাকুক। পুজোও উপভোগ করুন।"'
9/9

বাসে করে যদি আপনারা আসেন, তবে পানিহাটি ধানকল বাসস্ট্যান্ডে নামতে হবে আপনাদের। এছাড়া ট্রেনে আসলে সোদপুর স্টেশনে নেমে টোটোতে শহিদ কলোনী বড় পুজোর মাঠ আসতে হবে।
Published at : 05 Oct 2024 02:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
