Arjun Singh: তৃণমূলে ফিরছেন অর্জুন? জল্পনা বাড়িয়ে একসঙ্গে পদযাত্রা বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের
অর্জুন সিংহ কি বিজেপি ছাড়তে পারেন? তিনি কি তৃণমূলে ফিরতে পারেন? জল্পনা আরও বাড়িয়ে এবার তৃণমূল বিধায়কের পাশে দেখা গেল বিজেপি সাংসদ অর্জুন সিংকে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অর্জুন সিংহ-কে (Arjun Shingh) নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটলেন বিজেপি (BJP) সাংসদ ও তৃণমূল বিধায়ক। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করলেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। তবু জল্পনা থামছে না।
অর্জুন সিংহ কি বিজেপি ছাড়তে পারেন? তিনি কি তৃণমূলে (TMC) ফিরতে পারেন? জল্পনা আরও বাড়িয়ে এবার তৃণমূল বিধায়কের পাশে দেখা গেল বিজেপি সাংসদ অর্জুন সিংকে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ভাটপাড়ায় (Bhatpara), ফক্করবাবার প্রাচীন শিবমন্দির নতুন ভাবে তৈরি হয়েছে। তার উদ্বোধনের আগে বুধবার সকালে কলসযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুন: Birbhum News: বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের ঘটনার গ্রেফতার আরও এক
সেখানেই জগদ্দলের তৃণমূল (TMC) বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে একসঙ্গে হাঁটতে দেখা গেছে। শুধু তাই নয়! কলসযাত্রা উপলক্ষ্যে এদিন গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং। যদিও অর্জুন ও সোমনাথ, দু’জনেই এর পিছনে কোনও রাজনীতি দেখতে নারাজ। এ প্রসঙ্গে অর্জুন সিংহ, বলেন, মন্দিরে বা পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে কোনও সমস্যা নেই, চিন্তাও নেই। একটা মহাযজ্ঞে সবাইকে সামিল হতে হয়।
পাট নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি । পাটের দাম বৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি NIA-র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ।
সাম্প্রতিককালে অর্জুন সিংহের একাধিক কর্মকাণ্ড ঘিরে তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছে। তাই দুই রাজনীতিক কলসযাত্রার মধ্যে রাজনীতি না দেখলেও, ইঙ্গিতপূর্ণ রাজনীতিতে জল্পনা থাকছেই।