Kharda BLO News: খড়দায় বিএলও- র বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, এখনও গ্রেফতার নয় কেউই
North 24 Pargana News: অভিযোগ, সোমরাতে খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দ বাড়িতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ইট মারা হয়। এমনকী তাঁর বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার খড়দায় সূর্য সেন নগরে বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমরাতে খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দ বাড়িতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ইট মারা হয়। এমনকী তাঁর বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা। এই ঘটনায় খড়দা থানায় অভিযোগ জানিয়েছেন ওই বিএলও। এই ঘটনায় আতঙ্কিত তিনি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খড়দা থানায় বিক্ষোভ দেখান অন্যান্য বিএলও-রাও। দোষীদের গ্রেফতার না করা হলে কাজ বন্ধের হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
বিএলও সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই ফের আক্রান্ত BLO। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে ইট-পাটকেল মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খড়দা থানায় দায়ের হয়েছে অভিযোগ। বিএলও-র উপর হামলার ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মঙ্গলবারই, সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলায় BLO-দের নিরাপত্তার নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেছিলেন, রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। নাহলে BLO-দের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে।
ভোটার তালিকায় সংশোধনের প্রথম দফার কাজ একেবারে শেষ পর্যায়ে। এই আবহেও পশ্চিমবঙ্গে SIR-এর কাজে যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। BLO সুরক্ষায় এবার কী রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী? মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্য়ে যখন সেই জল্পনা জোরালো হচ্ছে, এই আবহেই উত্তর ২৪ পরগনার খড়দার সূর্য সেন নগরে ৪৩ নম্বর বুথের বুথ লেভেল অফিসার মানব চন্দর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। সোমবার রাতে ইট মেরে কাচের জানালা ভাঙা হয়, এমনকী দরজায় লাথিও মারা হয় বলেও অভিযোগ করেছেন ওই বিএলও। দুষ্কৃতী হামলার জেরে আতঙ্কে তাঁর পরিবারের সদস্য়রা। আক্রান্ত বিএলও- র দাবি, ঘরে বসে এসআইআর- এর কাজ করছিলেন তিনি। সেই সময়েই আচমকা হামলা হয়। দুষ্কৃতীদের কাউকে দেখতে পাওয়া যায়নি।
হামলার ঘটনায় খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খড়দা থানায় ডেপুটেশন দেন সূর্য সেন নগরের বাসিন্দাদের একাংশ। ৪৩ নম্বর বুথের বিএলও-র বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কের ওই এলাকার আশেপাশের BLO-রা। এদিকে এই ঘটনায় তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য়।





















