Dengue Death: স্কুলছাত্রীর প্রাণ কাড়ল ডেঙ্গি, ফের দক্ষিণ দমদম
Dengue Update:এর আগেও দক্ষিণ দমদম, দমদম মতিঝিলে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সন্দীপ সরকার, কলকাতা: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। (Dengue) আরও এক নাবালিকার মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত হয়ে। দক্ষিণ দমদমের ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী, আজ সকালে মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এর আগেও দক্ষিণ দমদম, দমদম মতিঝিলে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে ডেঙ্গির দাপট নিয়ে প্রবল আতঙ্কে রয়েছে গোটা এলাকা।
দমদমের বিভিন্ন এলাকাই শুধু নয়, কলকাতাতেও বাড়ছে ডেঙ্গি প্রকোপ। কলকাতার বুকেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর কদিন পরেই পুজো, তার আগে ডেঙ্গির দাপট চিন্তা বাড়াচ্ছে নাগরিকদের। এই পরিস্থিতিতে কড়া হাতে ডেঙ্গি মোকাবিলায় পথে নামলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনিতে কার্যত মশার আঁতুড়ঘর দেখা গিয়েছে। এদিন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান ডেপুটি মেয়র। তাঁর অভিযোগ, রেলকে বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই কামারডাঙা রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।
শুধু কলকাতা, দমদম বা লাগোয়া এলাকা নয়, রাজ্যের অন্য জেলাতেও প্রকোপ বাড়াচ্ছে ডেঙ্গি। ১৯ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে রানাঘাটের এক কলেজ পড়ুয়া মারা যান। তার আগে ভাঙড়ের এক বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। তিনি ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে।
ডেঙ্গি আতঙ্কের (Dengue Death) মধ্যেই একটি ভাল খবর মিলেছিল। অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন (Dengue Vaccines)। নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial)। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল । সারা দেশের ২০টি কেন্দ্রে এই ট্রায়াল হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা। আইসিএমআর-এর সৌজন্যে রাজ্যের একমাত্র ক্লিনিক্যাল ট্রায়ল কেন্দ্র হিসাবে থাকছে বেলেঘাটার নাইসেড। এই কথা জানিয়েছেন নাইসেডের অধিকর্তা।
আরও পড়ুন: রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন