North 24 Parganas News : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে
Crime News : বচসার মাঝে বাড়ির সামনের রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সম্পত্তি নিয়ে বিবাদের (Propert Dispute) জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে ৬০ বছরের কাকার সঙ্গে বিবাদ চলছিল ভাইপোর। বচসার সময় ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
স্বার্থের দ্বন্দ্বে শেষ সম্পর্ক
কথায় বলে মৃত্যু জীবনকে শেষ করে, সম্পর্ককে নয়। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব কখনও কখনও শেষ করে দেয় সেই সম্পর্ককেও। সম্পত্তি নিয়ে বিবাদের জের, কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। মৃতের নাম মহম্মদ আসলাম (৬০)।
সম্পত্তি বিবাদের জেরে খুন
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল, ভাইপো মহম্মদ আখতার আলমের। শুক্রবার সকালে ফের বচসা বাধে তাঁদের। অভিযোগ, এরপর বাড়ির সামনের রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো। বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে, মহম্মদ আসলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। নিহতের ভাইপোকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ।
বউদির ঘর থেকে উদ্ধার দেওরের মৃতদেহ
দার্জিলিঙের খড়িবাড়িতে বউদির বাড়ি থেকে উদ্ধার হল দেওরের মৃতদেহ! স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে, মূতঙ্গরাম মুর্মু নামে ওই যুবকের দাদার মৃত্যু হয়। তারপর থেকে মাঝেমধ্যে বউদির সঙ্গে থাকতেন তিনি। শুক্রবার সকালে, বৌদি লক্ষ্মী মুর্মুর ঘর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। মৃতের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতের বৌদি। তা নিয়ে এখনও রয়েছে ধোয়াঁশা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনার দ্রুত তদন্ত দাবি করছেন তাঁরা।
আরও পড়ুন- যুবকের বস্তাবন্দি মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশে খুন ? সম্প্রতি, এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুরেশের বিরুদ্ধে। সেই আক্রোশেই, তরুণীর দাদা, সুরেশকে খুন করে বলে অভিযোগ।