Minakhan News: সার্ভিস রুল দিয়ে স্ত্রী-শাশুড়িকে মার, ফাটল মাথা, ভাঙল হাত, গ্রেফতার কনস্টেবল
North 24 Parganas News: বছর সাতেক আগে শম্পার সঙ্গে বিয়ে হয় ভাঙড়ের চণ্ডীপুরের বাসিন্দা মৃন্ময়ের।
সমীরণ পাল, মিনাখাঁ: পুলিশের চাকরি করেন। কনস্টেবল হিসবে কর্মরত। তার দরুণ হাতে পেয়েছেন সার্ভিস রুল। সেই সার্ভিস রুল দিয়েই স্ত্রী এবং শাশুড়িকে পেটানোর অভিযোগ উঠল এক কনস্টেবলের বিরুদ্ধে। ওই কনস্টেবল গ্রেফতার হয়েছেন। মার খেয়ে হাত ভেঙে গিয়েছে শাশুড়ির। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসা চলছে (Minakhan News)।
উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। মিনাখাঁ থানার অন্তর্গত চৈতল এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম মৃন্ময় নস্কর। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী শম্পা মণ্ডল। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মৃন্ময়কে। মার খেয়ে মাথা ফেটে গিয়েছে শম্পারও। বিয়ের পর থেকে লাগাতার তাঁর উপর মৃন্ময় অত্যাচার চালাতেন বলে অভিযোগ (North 24 Parganas News।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে শম্পার সঙ্গে বিয়ে হয় ভাঙড়ের চণ্ডীপুরের বাসিন্দা মৃন্ময়ের। তার পর বছরখানেক সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু তার পর থেকে ছোটখাটো বিশয়ে অশান্তি লেগেই থাকত দু'জনের মধ্যে। মৃন্ময় রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল। বর্তমানে কাকদ্বীপ থানায় কর্মরত। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, প্রায়শই শম্পাকে মারধর করতেন মৃন্ময়। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দিতেন। এমনকি কেরোসিন ঢেলে শম্পার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও তিনি করেছেন বলে দাবি স্থানীয়দের। শম্পাকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিতেন বলেও অভিযোগ সামনে এসেছে মৃন্ময়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: Panchayat Election: শ্বশুর বিজেপির প্রার্থী, জামাই তৃণমূলের! ভোটের লড়াইয়ে চমক মথুরাপুরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাখানেক আগে শম্পাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মৃন্ময়। তার পর মিনাখাঁয় বাপের বাড়ি চলে আসেন শম্পা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই সেখানে হাজির হন মৃন্ময়। মোটর সাইকেল নিয়ে তাঁর সঙ্গে ছিলেন আরও তিন জন। শ্বশুর বাড়িতে ঢুকে মৃন্ময় শম্পাকে ফের মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। বাধা দিতে এলে শাশুড়িকেও ছাড়েননি।
নিজের সার্ভিস রুল দিয়ে মৃন্ময় স্ত্রী এবং শাশুড়ি, দু'জনকেই মারধর করেন বলে অভিযোগ। তাতে হাত ভেঙে যায় শাশুড়ির। মাথা ফেটে যায় শম্পার। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা জড়ো হন। তাঁরাই খবর দেন পুলিশকে। এর পর ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। মৃন্ময়কে গ্রেফতার করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ লিখিয়েছেন শম্পা। বিয়ের পর থেকেই মৃন্ময় অত্যাচার চালাতেন বলে অভিযোগ করেছেন তিনি।