North 24 Parganas News: যুবতীর রহস্যজনক মৃত্যু, রেলগেট থেকে উদ্ধার দেহ, ধৃত প্রেমিক
মৃতার মা ও দিদি অভিযোগ জানিয়েছেন যে, অভিযুক্তই রিয়াকে খুন করে রেললাইনে ফেলে দিয়েছে। তাঁরা আরও দাবি করেছেন যে, যদি ট্রেনের ধাক্কায় রিয়ার মৃত্যুর হত, তাহলে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিটকে অন্যত্র পড়ত।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বছর ছাব্বিশের এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল জগদ্দল (Jagaddal) থানার শ্যামনদরের গুড়দহ মাতৃপল্লীতে। মঙ্গলবার রাতে শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যে থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে তাঁর প্রেমিককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিয়া মুখোপাধ্যায়। জগদ্দল থানার শ্যামনগরের গুড়দহ মাতৃপল্লীর বাসিন্দা রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল শালবাগান এলাকার বাসিন্দা অসীম হাওলাদার ওরফে বুটুর। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জিআরপি শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যে থেকে মৃতার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দেহ উদ্ধার করাকালীন মৃত যুবতীর হাতে ছিল মোবাইল ফোন এবং কানে হেডফোন ছিল। মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত প্রেমিকই এই ঘটনার কথা তাঁদের জানায়। অভিযুক্ত তাদের জানায় যে, ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাবশত রিয়ার মৃত্যু হয়েছে। এতেই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, রিয়ার প্রেমিক অসীমের অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তারপরও রিয়ার সঙ্গে মেলামেশা করত সে। এই ঘটনার মৃতার পরিবারের সদস্যরা অভিযোগের আঙুল তুলছে প্রেমিকের দিকেই। তাঁরা রাতেই জগদ্দল থানা ও নৈহাটি জি আর পি থানায় অভিযোগ দায়ের করেছেন অসীম হাওলাদার ওরফে বুটুর বিরুদ্ধে। মৃতার মা ও দিদি অভিযোগ জানিয়েছেন যে, অভিযুক্তই রিয়াকে খুন করে রেললাইনে ফেলে দিয়েছে। তাঁরা আরও দাবি করেছেন যে, যদি ট্রেনের ধাক্কায় রিয়ার মৃত্যুর হত, তাহলে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিটকে অন্যত্র পড়ে যেত। কিন্তু দেহ উদ্ধারের সময় মৃতার হাতেই মোবাইল ফোন ছিল।
আরও পড়ুন - TMC Leader Dance Controversy : ক্রিকেটে দল জেতায় আনন্দে কোমর দোলালেন তৃণমূল নেতা ! তুঙ্গে রাজনৈতিক তরজা
মৃতার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ প্রেমিক অসীম হাওলাদার ওরফে বুটুকে গ্রেফতার করেছে। পাশাপাশি ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃতার পরিবার ও প্রতিবেশীরা।