TMC : 'তোলাবাজি' ঘিরে গোষ্ঠী কোন্দল, দুই তৃণমূল নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত কামারহাটি
North 24 Parganas : দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা সেই অভিযোগ স্বীকার করেনি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা সেই অভিযোগ স্বীকার করেনি।
তোলাবাজি ঘিরে তরজা
এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হয়েছেন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে রবিবার রাতে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।
আতঙ্কে স্থানীয়রা
কামারহাটির ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুনের অভিযোগ, 'গুড্ডুর লোকজন এখানে সবার থেকে তোলা তোলে, তারপর দিঘায় গিয়ে মদ খায়। দলকে জনিয়েছি, প্রশাসনও জানে।' ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিও চলেছে বলে তাঁদের দাবি। তৃণমূল কাউন্সিলর যে দলীয় কর্মীর অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজি ও হামলার অভিযোগ তুলেছেন, সেই গুড্ডুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও দলীয় কোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। সংঘর্ষে জখম ২ জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্য ২ জনকে কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে।
'প্রশাসন ভেঙে পড়েছে'
কামারহাটির ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, 'তৃণমূলে গোষ্ঠী কোন্দল কোনও নতুন কথা নয়। যত সমাজবিরোধী আছে, তারাই তৃণমূল দলটাকে চালাচ্ছে। বিভিন্ন প্রকল্পের টাকা, সাধারণ মানুষের টাকা লুঠ করে ভাগ-বাটোয়ারা করে খাচ্ছে। ভাগ নিয়ে বনিবনা না হলেও গুলি-বোমা চলছে। এ সবের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দল বাঁচাতে ব্যস্ত, সরকারে মন নেই। তাই সবকিছুই ঢিলেঢালা। প্রশাসন ভেঙে পড়েছে।'
আরও পড়ুন- 'ওঁর সব কাজ উল্টো, চণ্ডীপাঠও', টাকা দিয়ে ছবি লাগিয়ে দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের