এক্সপ্লোর
ফল ১৪-০, বনগাঁ পুরসভা ‘দখলে’ রাখল তৃণমূল
আস্থাভোটে হাজির ছিলেন না কোনও বিজেপি কাউন্সিলর। ফলত, ১৪-০ ফলে বনগাঁ পুরসভা ‘দখল’ তৃণমূলের।

বনগাঁ: বনগাঁ পুরসভা ‘দখলে’ রাখল তৃণমূল। আস্থাভোটে হাজির ছিলেন না কোনও বিজেপি কাউন্সিলর। ফলত, ১৪-০ ফলে বনগাঁ পুরসভা ‘দখল’ তৃণমূলের। হাইকোর্টের নির্দেশে আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট।
এর আগে ১৬ জুলাই আস্থা ভোটের দিন তুলকালাম বাধে বনগাঁ পুরসভার সামনে। জল গড়ায় আদালত পর্যন্ত। এরপরই জেলাশাসকের পর্যবেক্ষণে বনগাঁ পুরসভায় ফের অনাস্থা প্রস্তাব এনে ভোটাভুটি করানোর নির্দেশ দেয় হাইকোর্ট।
আজ সকাল থেকেই বারাসাতের জেলাশাসকের দফতর মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। এমনকী প্রবেশাধিকার ছিল না সাংবাদিকদেরও।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























