North and South Dinajpur Weather Update: বৃষ্টি নেই, রোদ ঝলমলে দিন ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বৃষ্টির অশনি সংকেত নেই। আজ দিনভর রোদ ঝলমলে আকাশ থাকতে পারে উত্তর দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়।
![North and South Dinajpur Weather Update: বৃষ্টি নেই, রোদ ঝলমলে দিন ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ? north-and-south-dinajpur-weather-update-of 15 october North and South Dinajpur Weather Update: বৃষ্টি নেই, রোদ ঝলমলে দিন ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/15/f5308d79587fa38022520ff2abd5710a1665797327369394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Weather Update: বৃষ্টির অশনি সংকেত নেই। আজ দিনভর রোদ ঝলমলে আকাশ থাকতে পারে উত্তর দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়। আজ বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। তবে সমস্যা বাড়াতে পারে দিনের তাপমাত্রা। সঙ্গে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ নাভিশ্বাস তুলতে পারে জেলাবাসীর। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৩ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আজ বেলার দিকে বাড়বে তাপমাত্রা।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। উত্তরের মতো দক্ষিণেও বাতাসের গতিবেগ কম থাকায় বাড়বে ঘাম। তাই গরমে অস্বস্তি বাড়বে জেলাবাসীর।
সামনে কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা। এই উৎসবের মরসুমে পুজোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও ভ্রুকুটি দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে এখনও কোও আভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও চরম আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাঁসফাঁস অবস্থা থেকে এখনই রেহাই নেই।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)